বাড়িভাড়া ভাতা বৃদ্ধি

এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ন, ২১ অক্টোবর ২০২৫ | আপডেট: ৬:০২ অপরাহ্ন, ২১ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দীর্ঘদিনের আন্দোলনের পর অবশেষে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকরা তাদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধিসহ অন্যান্য দাবিতে চলমান আন্দোলন প্রত্যাহার করেছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাড়িভাড়া ভাতা ১ নভেম্বর ২০২৫ থেকে মূল বেতনের ৭.৫ শতাংশ নির্ধারণ করা হবে, এবং আগামী বাজেটে তা ১৫ শতাংশে উন্নীত করা হবে।

আরও পড়ুন: শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন, প্রত্যাশা প্রধান উপদেষ্টার

শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়ে বলেন, আন্দোলন স্থগিত করা হলো। আগামীকাল থেকে আমরা স্বাভাবিক পাঠদান কার্যক্রম শুরু করব।

এর আগে, গত ১৯ অক্টোবর অর্থ মন্ত্রণালয় শিক্ষকদলের জন্য বাড়িভাড়া ভাতা ৫ শতাংশ বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করেছিল। কিন্তু শিক্ষকরা সেটিকে পর্যাপ্ত বলে মনে করেননি এবং রাজপথে অবস্থান চালিয়ে গেছেন।

আরও পড়ুন: মা মাছ রক্ষায় নিষিদ্ধ সময়ে মাছ ধরা বন্ধের আহ্বান উপদেষ্টার

সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় আশ্বাস এবং প্রজ্ঞাপন জারির পর শিক্ষকরা আন্দোলন স্থগিত করে, ফলে শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক পাঠদান পুনরায় শুরু হওয়ার আশা করা হচ্ছে।