ঢাবি শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্মীয় অবমাননার অভিযোগ, তদন্তের উদ্যোগ বিভাগীয় কর্তৃপক্ষের

Any Akter
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ন, ২৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ৬:০১ অপরাহ্ন, ২৫ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইসলাম ধর্মমহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে ঢাবির কম্পিউটার বিজ্ঞানপ্রকৌশল (সিএসই) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের অমর একুশে হলের ছাত্র আবরার ফায়াজের ছাত্রত্ব বাতিল ও বিভাগ থেকে বহিষ্কারের দাবি উঠেছে।

আরও পড়ুন: উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

বিভাগের ২৮তম ব্যাচের শিক্ষার্থীরা গত শুক্রবার (২৪ অক্টোবর) এ দাবিতে আনুষ্ঠানিকভাবে বিভাগীয় প্রধানের কাছে অভিযোগপত্র জমা দেন।

আরও পড়ুন: ডাকসুর উদ্যোগে ঢাবিতে শুরু হচ্ছে আত্মরক্ষা প্রশিক্ষণ কর্মসূচি

অভিযোগে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু স্ক্রিনশটে আবরার ফায়াজের নামেBrbr Deng’ নামের এক মেসেঞ্জার গ্রুপে ইসলাম, মহানবী (সা.), পবিত্র কোরআন ও ধর্মীয় মূল্যবোধ নিয়ে অবমাননাকর মন্তব্য দেখা যায়। এসব মন্তব্যে ধর্মীয় অনুভূতিতে আঘাত এসেছে বলে দাবি শিক্ষার্থীদের।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর ক্যাম্পাসে ছাত্রসমাজ ও বিভিন্ন ধর্মীয় সংগঠনের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

এ বিষয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, “বিভিন্ন ব্যাচ থেকে লিখিত অভিযোগ আমরা পেয়েছি। সোমবার এ বিষয়ে একটি বোর্ড সভা অনুষ্ঠিত হবে। প্রয়োজনে তদন্ত কমিটি গঠন করা হবে।”

তিনি আরও জানান, “যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি ২০২২ সালের দিকে ‘ডিজবিলিভার’ হিসেবে কিছু মন্তব্য করেছিলেন বলে জানা গেছে। তবে পরবর্তীতে ২০২৪ সালে তিনি নিজেকে বিশ্বাসী হিসেবে পরিচয় দেন। আমরা বিষয়টি খতিয়ে দেখব, যেন কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে।”

বিভাগীয় সূত্রে জানা গেছে, অভিযোগের প্রমাণ ও শিক্ষার্থীদের বক্তব্য যাচাই করে বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।