ঢাবি উপাচার্যের নামে ভুয়া ফেসবুক আইডি: সতর্ক থাকার আহ্বান বিশ্ববিদ্যালয় প্রশাসনের

Sanchoy Biswas
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ১:২৭ অপরাহ্ন, ২৫ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভুয়া আইডি খোলা হয়েছে। উপাচার্যের ছবি ব্যবহার করে তৈরি করা এই ভুয়া অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে ‘ফ্রেন্ড রিকোয়েস্ট’ পাঠানো হচ্ছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (১৬ নভেম্বর) এক বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর জানিয়েছে, উপাচার্যের আনুষ্ঠানিক ও একমাত্র ফেসবুক আইডি হলো Niaz Ahmed Khan — যার লিংক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরবরাহ করেছে। এর বাইরে অন্য কোনো আইডি সম্পূর্ণ ভুয়া এবং বিভ্রান্তি তৈরির উদ্দেশ্যে খোলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: প্রাথমিকের সব প্রধান শিক্ষকের বেতন বেড়ে দশম গ্রেডে উন্নীত

জনসংযোগ দফতের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ভুয়া আইডি থেকে পাঠানো যেকোনো বার্তা বা অনুরোধে সাড়া না দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। একইসঙ্গে এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের বিষয়ে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

ঘটনা সম্পর্কে জানতে পারার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।

আরও পড়ুন: গবিতে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে সিয়াম-নাহিদ