সংকটকালে তরুণদের ঐক্য জাতিকে আশান্বিত করে- ঢাবি ভিসি

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ২:৪৬ অপরাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ‘তারুণ্যের উৎসব ২০২৬’ আজ রবিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, ডাকসুর সহ-সভাপতি মো. আবু সাদিক (সাদিক কায়েম) এবং ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজাউল বিল্লাহ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উৎসবের আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

আরও পড়ুন: ঢাবির রিসার্চ মেথডলোজি ও সায়েন্টিফিক রাইটিং প্রশিক্ষণের সনদ বিতরণ

পবিত্র ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়। উদ্বোধন শেষে একটি র‌্যালি সিনেট ভবন থেকে বের হয়ে মল চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অতিথিরা বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

বক্তৃতায় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, “জাতীয় অগ্রযাত্রার অন্যতম প্রধান শক্তি তরুণসমাজ। তাদের অবদানকে স্বীকৃতি দিতেই এই আয়োজন।” তিনি তরুণদের মধ্যে সম্ভাব্য বিভাজন নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও সংকটকালে তাদের ঐক্যবদ্ধ ভূমিকা দেশকে বারবার আশার আলো দেখিয়েছে বলে মন্তব্য করেন।

আরও পড়ুন: হাদীর স্মরণে ঢাবিতে শুরু হচ্ছে ‘শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা ২০২৬’

উপাচার্য আরও বলেন, নেতৃত্বগুণ, সামাজিক দায়িত্ববোধ, সৃজনশীলতা এবং সমাজে অবদান বৃদ্ধির কার্যক্রম সারা বছর ধরে অব্যাহত রাখতে হবে। বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি সমাজের সহযোগিতার ওপর নির্ভরশীল উল্লেখ করে তিনি বিভিন্ন অংশীজনের সঙ্গে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

‘তারুণ্যের উৎসব ২০২৬’-এর মূল আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সহ-আয়োজক ডাকসু।