প্রধান উপদেষ্টার সঙ্গে নির্বাচন বিষয়ে যে আলাপ হয়েছে সিইসির

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ন, ০১ জুলাই ২০২৫ | আপডেট: ৬:৪৭ পূর্বাহ্ন, ০২ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর সাম্প্রতিক বৈঠক ছিল শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ। জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণ বা তা নিয়ে কোনো আলোচনা সেখানে হয়নি বলেও স্পষ্ট করেন তিনি।

মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন সিইসি।

আরও পড়ুন: ইসির প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ এনসিপিসহ ১৬ দল

উল্লেখ্য, গত বৃহস্পতিবার যুক্তরাজ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হয়। তবে এতদিন এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তিনি।

সিইসি বলেন, “প্রধান উপদেষ্টা ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল (স্বচ্ছ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য) নির্বাচন চান। তিনিও খুব আন্তরিকভাবে একটি ভালো নির্বাচন চাচ্ছেন। তিনি নির্বাচন কমিশনের প্রস্তুতির বিষয়ে জানতে চেয়েছেন, আমরা জানিয়েছি কমিশন ‘ফুল গিয়ারে’ প্রস্তুতি নিচ্ছে।”

আরও পড়ুন: নির্বাচন ঘোষণার পরও সংশয়

নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে তিনি বলেন, “ফেব্রুয়ারি থেকে এপ্রিল—এই সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে নির্দিষ্ট তারিখ নির্ধারিত হলে সেটি নির্বাচন কমিশনের মাধ্যমেই দেশবাসী জানতে পারবে। যথাসময়ে তফসিল ঘোষণা করা হবে।”

সিইসি আরও বলেন, "কোনো গুঞ্জন বা অনুমানের ভিত্তিতে নয়, নির্ধারিত প্রক্রিয়াতেই জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ও সময় জানানো হবে।"