শাকিব খানের নতুন নায়িকা চমক তারা

Shakil
এনামুল কবীর রূপম
প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ন, ২৮ অক্টোবর ২০২২ | আপডেট: ২:৩৪ অপরাহ্ন, ২৮ অক্টোবর ২০২২
(no caption)
(no caption)

আলোচিত চিত্রনায়ক শাকিব খানের নতুন নায়িকা চমক তারা। মুস্তাফিজুর রহমান বাবু পরিচালিত নতুন ছবি পাষণ্ড'তে শাকিব খানের বিপরীতে দেখা যাবে তাকে। মোস্তাফিজুর রহমান বাবুর আগের ৩ ছবিতে নায়ক ছিলেন শাকিব খান।

এবার ত্রিভুজ প্রেমের কাহিনী পাষন্ডতে দুই নায়িকার একজন চমক তারা। চুক্তিবদ্ধ হবার পর চমক বলেছেন আমি খুব এক্সাইটেড।

আরও পড়ুন: সাহসী দৃশ্যে অভিনয় প্রসঙ্গে যা বললেন তাসনিয়া ফারিণ

শাকিব খানের মতো হীরোর সাথে ছবি করব আরেক দিকে বাবু ভাইয়ের মতো পরিচালকের ছবি করবো। ভাবতেই ভালো লাগছে। চলচ্চিত্রে নতুন হলেও ছোট পর্দায় অভিনয় ও মডেল হিসেবে ইতিমধ্যে নিজের জায়গা করে নিয়েছেন প্রতিভাময়ী অভিনেত্রী চমক তারা।