কানাডার ওপর অতিরিক্ত ১০শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
কানাডার বিরুদ্ধে শুল্কবিরোধী বিজ্ঞাপন প্রচার নিয়ে ক্ষোভ বাড়িয়ে এবার অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, অন্টারিও সরকারের তৈরি বিজ্ঞাপনটি ভুয়া তথ্য ব্যবহার করেছে এবং যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড সিরিজ ম্যাচেও এটি প্রচারিত হয়েছে সেটা জেনেশুনে।
শনিবার (২৫ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
আরও পড়ুন: মালয়েশিয়ায় ট্রাম্পের নাচের ভিডিও ভাইরাল
ট্রাম্প পোস্টে লেখেন, বিজ্ঞাপনটি সঙ্গে সঙ্গে বন্ধ করার কথা বলা হয়েছিল, কিন্তু তারা তা না করে আবার সম্প্রচার করেছে। এটি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বৈরী আচরণ। তাই বর্তমানে কানাডা যে হারে শুল্ক দিচ্ছে তার ওপর অতিরিক্ত ১০% শুল্ক আরোপ করা হলো।
অন্টারিও সরকার যে বিজ্ঞাপনটি প্রচার করেছে, তাতে ১৯৮০-র দশকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের শুল্ক নীতির বিষয়ে করা এক ভাষণের অংশ ব্যবহার করা হয়। আল জাজিরার তথ্য অনুযায়ী, বিজ্ঞাপনে ব্যবহৃত বক্তব্য রিগ্যান সত্যিই বলেছিলেন, তবে মূল বক্তৃতার বাক্যক্রম পরিবর্তন করা হয়েছে।
আরও পড়ুন: গাজায় শীতের চাপ বাড়ছে, বিপাকে বাস্তুচ্যুত হাজারো মানুষ
এর আগেই ওয়াশিংটন, বিজ্ঞাপনের ‘তথ্য বিকৃতি’ অভিযোগে অটোয়ার সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছিল। যুক্তরাষ্ট্রের অভিযোগ—এই বিজ্ঞাপন মার্কিন সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি সংক্রান্ত রায়কে প্রভাবিত করার চেষ্টা।
অন্টারিও প্রিমিয়ার ডগ ফোর্ড এক্স-এ বলেন, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনির সঙ্গে আলোচনা শেষে তারা বিজ্ঞাপন সম্প্রচার সাময়িক স্থগিত রাখতে সম্মত হয়েছেন, যাতে বাণিজ্য আলোচনা পুনরায় শুরু করা যায়।
তবে তিনি জানান বিজ্ঞাপনের লক্ষ্য ছিল আমেরিকান অর্থনীতির ভবিষ্য ও শুল্কের প্রভাব নিয়ে আলোচনা শুরু করা—এবং আমরা তাতে সফল হয়েছি।
এখনো পরিষ্কার নয় বিজ্ঞাপনটি আবার প্রচারিত হবে কি না। এদিকে ট্রাম্প জানুয়ারিতে ক্ষমতায় ফিরে আসার পর থেকে কানাডা সহ একাধিক দেশের ওপর ব্যাপক শুল্ক আরোপ করেছেন।
কানাডা তার প্রতিক্রিয়ায় বলেছে, তারা আগামী দশকে যুক্তরাষ্ট্রের বাইরে রপ্তানি দ্বিগুণ করার লক্ষ্য নিয়েছে। বর্তমানে কানাডার ৭৫% এর বেশি রপ্তানি যায় যুক্তরাষ্ট্রে।





