লাখাইয়ে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Sadek Ali
আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধ
প্রকাশিত: ২:০২ অপরাহ্ন, ২৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ২:৫৬ অপরাহ্ন, ২৬ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে হবিগঞ্জের  লাখাই থানার পুলিশ, পরিবারের দাবি হত্যা ।

জানা যায় শনিবার দুপুরে লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের পশ্চিমের  হাওরে একটি জামগাছ থেকে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ দেখে। 

আরও পড়ুন: শেরপুর-২ থেকে বিএনপির তিন মনোনয়নপ্রত্যাশীকে গুলশানে ডেকেছে দলীয় হাইকমান্ড

লাখাই থানায় স্হানীরা খবর দিলে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বন্দে আলী সহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জামগাছ থেকে ফুলবাড়িয়া গ্রামের রফিক মিয়া (৫০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেন। সংবাদ পেয়ে হবিগঞ্জ সদর সার্কেল  শহিদুল হক মুন্সি ঘটনাস্থল পরিদর্শন করেন। 

এ বিষয়ে মৃতের মেয়ে রোকেয়া খাতুন তার বড় বোন ও বোন জামাই সুজন  বলেন ফুলবাড়িয়া গ্রামের মৃত ছফর উদ্দীনের ছেলে জুনাইদ মিয়ার সাথে মামলা মোকদ্দমা চলতেছে এবং জুনাইদ মিয়া আমার বাবাকে বিভিন্ন সময় খুনের হুমকিও দিয়েছে। আমাদের ধারনা মামলা মোকদ্দমা আক্রোশে আমার পিতাকে জুনাইদ মিয়ার লোকজন শ্বাস রুদ্ধ করে হত্যা করে আমাদের গ্রামের পশ্চিমে ছনকান্দী বন্দে একটি জামগাছে লাশ ঝুলিয়ে রেখে দিয়েছে। আমাদের পিতা হত্যার বিচার দাবী জানাই। 

আরও পড়ুন: তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ এবং মেঘনা ফিল্ডে ৭টি কূপ ওয়ার্কওভার

সরেজমিনে গিয়ে জানা যায় মৃত রফিক মিয়া ও জুনাইদ মিয়ার সাথে মামলা মোকদ্দমা চলে আসছে এ ব্যপারে স্থানীয় বিচার সালিশে জুনাইদ মিয়ার জরিমানা করা হয়েছিল কিন্তু জুনাইদ মিয়া সালিশের রায় অমান্য করে। 

এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ বন্দে আলী বলেন সংবাদ পেয়ে আমি ও হবিগঞ্জ সদর সার্কেল শহিদুল হক মুন্সি,পুলিশের উপপরিদর্শক সহ একদল পুলিশ ফোর্স নিয়ে ঘটনা স্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মৃতের সুরতহাল তৈরী করে অপমৃত্যু মামলা  রুজু পূর্বক  হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে মর্গে লাশ প্রেরন করা হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর আসল কারন। এর আগে কিছু বলা যাচ্ছে না