ফেসবুকে অপু বিশ্বাসের ক্ষোভ

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী অপু বিশ্বাস সম্প্রতি তার ফেসবুকে হঠাৎই ক্ষোভ প্রকাশ করেছেন। জানিয়েছেন কটাক্ষের বার্তাও। শুক্রবার (৬ অক্টোবর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নায়িকার স্ট্যাটাসে আভাস পাওয়া গেল ক্ষোভের।
ভক্তদের সঙ্গে শেয়ার করা ওই স্ট্যাটাসে অপু কোনো ছবি দেননি। দিয়েছেন চট্টগ্রামের একটি মানচিত্রের ছবি। এরপরই ক্যাপশনে লিখেছেন মাত্র দুটি লাইন। পোস্টে ক্ষোভ প্রকাশ করে অপু লিখেছেন, ‘কর্মে বিশ্বাসীরা কাজেই থাকে, এটাই তাদের যোগ্যতা। আর কিছু মানুষ অন্যের দোষ খুঁজে বেড়ায় কারন এটাই তাদের ভাগ্য আর অযোগ্যতা।’
আরও পড়ুন: বহু বছরের গোপন প্রেমিকের কথা স্বীকার করলেন জয়া
এই পোস্টের কমেন্ট বক্সে অনেক নেটিজেনই মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, শতভাগ সত্যি। কাজ না পারা মানুষগুলোই মানুষকে ছোট করে কথা বলে। নিজে না পারলে অন্যের নানান দোষ খুঁজে বেড়ায়। আরেক নেটিজেন লিখেছেন, এজন্যই অযোগ্য লোকদের বদনাম আর আপনার সুনাম আপু।
হঠাৎ কাকে উদ্দেশ্য করে ফেসবুকে এমন ক্ষোভ প্রকাশ করলেন নায়িকা তা এখনও জানা যায়নি। তবে অপুর এমন পোস্টে খুশি নেটিজেনরা। সমাজে অযোগ্য লোকেরাই নিজের উন্নতিতে সময় ব্যয় না করে অন্যের দোষ খুঁজে নিজেকে জাহির করতে চান। অপুর কথায় তা প্রতিফলিত হওয়ায় নেটিজেনদের শুভ কামনা আর শুভেচ্ছায় ভাসছেন ঢালিউড কুইন খ্যাত অপু বিশ্বাস।
আরও পড়ুন: ফেসবুকে তিশার উদ্দেশে শাওন বললেন, ‘নাটক কম করো পিও’
অপু বিশ্বাস অভিনীত ও প্রযোজিত ‘লাল শাড়ি’ সিনেমাটি গত ঈদুল আজহায় মুক্তি পায়। এবার মুক্তির মিছিলে যুক্ত হয়েছে তার ‘ছায়াবৃক্ষ’ সিনেমাটি। ৪ অক্টোবর বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে সরকারি অনুদানের ছবিটি। এটি চা শ্রমিকদের জীবন সংগ্রাম নিয়ে নির্মিত। বন্ধন বিশ্বাস পরিচালিত এই চলচ্চিত্রে অপু বিশ্বাসের সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়ক নিরব।