এবার কেরানি হচ্ছেন মোশাররফ করিম!

হরেক রকম চরিত্রে দুর্দান্ত অভিনয় করা তারকা অভিনেতা মোশাররফ করিম এবার আসছেন কেরানির ভূমিকায়। নাটকের নাম ‘কেরানি আক্কাস’।
জুয়েল এলিনের রচনায় এটি পরিচালনা করেছেন রাকেশ বসু। সম্প্রতি উত্তরা ও এর আশপাশ এলাকায় নাটকটির দৃশ্যধারণ শেষ হয়েছে।
আরও পড়ুন: জেলের অভিজ্ঞতা শেয়ার করলেন রিয়া চক্রবর্তী
একটি সরকারি অফিসের কেরানি আক্কাছ। বিষয়টি তাঁর স্ত্রী জানতেন না। একদিন স্ত্রীর ছোট মামা আক্কাছের অফিসে জরুরি একটি কাজে যান। তখন জানতে পারেন, তাঁর ভাগ্নি জামাই কেরানি। এ খবর প্রকাশ পেলে কষ্ট পেয়ে স্ত্রী চলে যান। এর পর ঘটে নানা ঘটনা। নাটকে মোশাররফ করিমের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। মোশাররফ করিম-তানিয়া বৃষ্টির রসায়নে চমৎকার একটি নাটক দেখতে পাবেন দর্শকরা।
নাটকে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘নাটকের গল্প অসাধারণ। এ সময়ে দর্শক নাটকে যে ধরনের গল্প দেখতে চান, এটি তেমনই। নানা দ্বন্দ্ব, ঈর্ষা, পরস্পর পরস্পরকে খোঁচানো এবং এসবের মধ্য দিয়ে ভেতরের মানুষটা বেরিয়ে আসার গল্প। নাটকের নির্মাতা রাকেশের সঙ্গে এর আগেও আমার বেশ কয়েকটি কাজ হয়েছে। সে খুব গুছিয়ে বুঝেশুনে কাজ করে। আমিও কাজ করে আনন্দ পাই। আশা করছি, নাটকটি দর্শকের ভালো লাগবে।’
আরও পড়ুন: ‘বিয়ের আগের দিনের ফিলিংসটা যদি ভালোবাসার মানুষের সাথে হয় তাহলে তো খুবই সুন্দর’
শিগগিরই নাটকটি ডেডলাইন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে এটি প্রচার হবে।