নিজ বাড়িতে অভিনেতা গুলিবিদ্ধ, আহত মা ও স্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ন, ২৩ ফেব্রুয়ারী ২০২৫ | আপডেট: ৩:১৫ অপরাহ্ন, ১৪ অগাস্ট ২০২৫
ছোট পর্দার তরুণ অভিনেতা আজিজুর রহমান আজাদ। ছবিঃ সংগৃহীত
ছোট পর্দার তরুণ অভিনেতা আজিজুর রহমান আজাদ। ছবিঃ সংগৃহীত

আশুলিয়ায় দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন ছোট পর্দার তরুণ অভিনেতা আজিজুর রহমান আজাদ। রবিবার (২৩ ফেব্রুয়ারি) ভোর রাতে একদল ডাকাত তার বাড়িতে ঢোকে এবং তাদের গুলিতে বিদ্ধ হন ৩৪ বছরের এই অভিনেতা।

গুলিবিদ্ধ আজাদকে রাজধানীর উত্তরার শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: বহু বছরের গোপন প্রেমিকের কথা স্বীকার করলেন জয়া

স্থানীয়রা জানান, ভোর সাড়ে তিনটার দিকে জিরাবো এলাকায় অভিনেতার বাড়িতে হানা দেয় একদল দুর্বৃত্ত।

অভিনেতা আজাদ জানান, ঘরের গ্ৰীল কাটার শব্দে তার ঘুম ভেঙে যায়। কারো উপস্থিতি টের পেলে দুর্বৃত্তরা অভিনেতাকে লক্ষ্য করে পর পর তিন রাউন্ড গুলি ছুড়ে। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় অভিনেতার স্ত্রী রোকসানা হক (৩৩) ও মা আজিজুন্নাহার (৬৫) আহত হন। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ অভিনেতাসহ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আরও পড়ুন: ফেসবুকে তিশার উদ্দেশে শাওন বললেন, ‘নাটক কম করো পিও’

হাসপাতালে অভিনেতার দেখাশোনা করছেন আরেক নির্মাতা আনিসুর রহমান রাজিব। তিনি বলেন, আপাতত চিকিৎসা চলছে। আজাদের পায়ে তিনটি গুলি লাগে। তার জ্ঞান ফিরেছে। ভালো আছে। তার স্ত্রী এবং মায়েরও চিকিৎসা চলছে।  

এ বিষয়ে যোগাযোগ করা হয় আশুলিয়া থানার ওসি নূরে আলম সিদ্দিকের সঙ্গে। তিনি জানান, বিষয়টি তিনি শুনেছেন। অভিনেতার পরিবারের পক্ষ থেকে এখনো কেউ মামলা করেননি।