২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৩৮৬ জন

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:২২ অপরাহ্ন, ০১ জুলাই ২০২৫ | আপডেট: ১:৫৪ অপরাহ্ন, ১০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮৬ জন। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট ৪৩ জনের মৃত্যু হলো।

মঙ্গলবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: দাম কমালো অতিপ্রয়োজনীয় ৩৩টি ওষুধের

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মারা যাওয়া ব্যক্তি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বাসিন্দা ও পুরুষ। নতুন শনাক্ত ৪২৯ জন ডেঙ্গুরোগীর মধ্যে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে), সেখানে শনাক্ত হয়েছেন ১৩৬ জন। এছাড়াও চট্টগ্রাম বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ১৯ জন, ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৭৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন: ৩০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ২৮ জন, খুলনা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ১৬ জন, রাজশাহী বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৩৯ জন, ময়মনসিংহ বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৮ জন, গত ২৪ ঘণ্টায় ৩২২ জন ডেঙ্গুরোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এতে করে চলতি বছরে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৪০৯ জনে।

এদিকে বছরের শুরু থেকে ১ জুলাই পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৬৮২ জনে।

আরও পড়ুন: দেশে প্রথমবারের মতো শিশুদের টাইফয়েডের টিকা দেবে সরকার

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বর্ষা মৌসুমে ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এজন্য জনসাধারণকে সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় প্রশাসন ও সিটি করপোরেশনগুলোর কার্যকর পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।