ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১৯২

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৯:৩৩ অপরাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৪৫ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে চলতি বছরে মোট ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯২ জনে। রোববার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৩ জন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোতে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের বিভাগভিত্তিক সংখ্যা হলো বরিশাল বিভাগে: ১৬৬ জন, চট্টগ্রাম বিভাগে: ৯১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে): ১৬৪ জন, ঢাকা উত্তর সিটিতে: ৯৭ জন, ঢাকা দক্ষিণ সিটিতে: ১১২ জন, খুলনা বিভাগে: ১০১ জন, ময়মনসিংহ বিভাগে: ৩৭ জন, রাজশাহী বিভাগে: ৫৪ জন, রংপুর বিভাগে: ১৭ জন, সিলেট বিভাগে: ৬ জন

আরও পড়ুন: ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ শতাধিক রোগী হাসপাতালে,চলতি বছরে মৃত্যু ২২৪

মৃত্যুবরণকারী চারজনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২ জন রয়েছেন। চলতি বছরের শুরু থেকে আজ পর্যন্ত মোট ৪৬,০৫১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রসঙ্গত, ২০২৪ সালে দেশে ১,০১,২১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ৫৭৫ জন প্রাণ হারান। আর তার আগের বছর ২০২৩ সালে, দেশে রেকর্ডসংখ্যক ৩,২১,১৭৯ জন আক্রান্ত হন এবং ১,৭০৫ জন মারা যান। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বর্ষা মৌসুমে এবং এর পরবর্তী সময়ে ডেঙ্গু সংক্রমণ বেড়ে যাওয়ার বিষয়ে সতর্ক করেছেন। নাগরিকদের নিয়মিতভাবে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।