পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান কারামুক্তির পর ফের গ্রেপ্তার

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ২:৩০ অপরাহ্ন, ২৪ মে ২০২৩ | আপডেট: ১০:৪২ পূর্বাহ্ন, ২৪ মে ২০২৩
শাহ মাহমুদ কুরেশি। ছবি : সংগৃহীত
শাহ মাহমুদ কুরেশি। ছবি : সংগৃহীত

কারামুক্তির কিছুক্ষণের মধ্যেই পুনরায় গ্রেপ্তার হলেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি। গতকাল মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল থেকে মুক্তির কয়েক মিনিটের মধ্যেই ফের তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে, সাবেক মন্ত্রী কুরেশিকে গ্রেপ্তারের পর কোথায় নিয়ে গেছে পুলিশ, সে সময় তা জানা যায়নি।

আরও পড়ুন: অর্থনীতিতে নোবেল পেলেন যে তিন জন

গ্রেপ্তার হওয়ার পূর্বে কুরেশি সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি জানান, তিনি এখনো পিটিআইয়ে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।

পিটিআই থেকে অনেকেই যখন পদত্যাগ করছেন সে সময়ে পিটিআই ভাইস চেয়ারম্যান এ কথা বললেন। সর্বশেষ পদত্যাগ করেছেন দলটির অন্যতম প্রভাবশালী নেত্রী শিরিন মাজারি, এটা ইমরান খানের জন্য এক বড় ধাক্কা হিসেবে দেখছেন অনেকেই।

আরও পড়ুন: ফিলিস্তিনি বন্দিদের নিয়ে পশ্চিম তীর ও গাজায় পৌঁছেছে কয়েকটি বাস

পিটিআই থেকে পদত্যাগ করে গতকাল এক সংবাদ সম্মেলনে শিরিন মাজারি বলেন, এখন থেকে তিনি পিটিআই বা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা রাখবেন না।

এ ছাড়াও পিটিআইয়ের আরেক নেত্রী মুসারাত জামশেদ চিমাও কারামুক্তির পরপরই ফের গ্রেপ্তার হয়েছেন। 

ইসলামাবাদ হাইকোর্ট পাকিস্তানের পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান কুরেশিকে মুক্তি দিতে ১৮ মে নির্দেশ দিয়েছিলেন এবং তার গ্রেপ্তারের বিষয়টিকে ‘বেআইনি’ বলে অভিহিতও করেছিলেন।