সামরিক অভ্যুত্থান
নাইজারে আর্থিক সাহায্য বন্ধ করল ফ্রান্স ও ইইউ

গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্টকে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার পর নাইজারে আর্থিক সহায়তা বন্ধ করে দিয়েছে ফ্রান্স ও ইউরোপিয়ান ইউনিয়ন। তারা অবিলম্বে সাংবিধানিক সরকার প্রতিষ্ঠিত করার আহ্বান জানিয়েছে। খবর সিএনএন।
গতকাল শনিবার (২৯ জুলাই) নাইজারে সব ধরনের নিরাপত্তা সহযোগিতা স্থগিত করে ইইউ। জানিয়ে দেয়, দেশটিতে আর কোনো আর্থিক সহায়তা দেবে না।
আরও পড়ুন: ভারতের বিপক্ষে রায় আন্তর্জাতিক আদালতের, স্বাগত জানাল পাকিস্তান
এক বিবৃতিতে ‘নাইজারে সাংবিধানিক আদেশ অবিলম্বে ফিরিয়ে আনার’ আহ্বান জানায় সাবেক ঔপনিবেশিক শক্তি ফ্রান্স। সেখানে ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপ প্রয়োগের হুঁশিয়ারিও ছিল।
নাইজার বিশ্বের অন্যতম দরিদ্র দেশ। প্রতি বছর কয়েক মিলিয়ন ডলার আন্তর্জাতিক সহায়তা পায়।
আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ৬৯ জন নিহত, মোট প্রাণহানি ৬০ হাজার ছাড়াল
গত সপ্তাহের শেষ দিকে আটক হন প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুম। এরপর প্রেসিডেন্ট গার্ডের নেতৃত্বদানকারী জেনারেল আব্দুরহামানে তিয়ানি নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেন।
ইইউয়ের পররাষ্ট্র নীতি প্রধান জোসেপ বোরেল বলেছেন, এই অগ্রহণযোগ্য পদক্ষেপের কারণে ইইউ ও নাইজারের মধ্যে অংশীদারিত্ব ও সহযোগিতা আর চলমান থাকছে না।
আরো বলেন, বাজুম গণতান্ত্রিকভাবে নির্বাচিত। তিনি নাইজারের একমাত্র বৈধ প্রেসিডেন্ট। তাকে নিঃশর্তে ও দেরি না করে মুক্তি দিতে হবে।
ওয়াশিংটন থেকে মস্কো; বিভিন্ন দেশের নেতারা এরই মধ্যে বাজুমকে মুক্তি দিতে আহ্বান জানিয়েছেন। কিন্তু কোনো প্রতিক্রিয়া জানায়নি ক্ষমতার দখলদাররা।
এছাড়া জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়ন সাংবিধানিক কর্তৃত্ব ফিরিয়ে দেয়ার আহ্বান জানিয়েছে। এর মধ্যে এইউ ১৫ দিনের সময় বেধে দিয়েছে।
গত ২৬ জুলাই টিভিতে নয়জন ইউনিফর্মধারী সেনাকে নিয়ে হাজির হন নাইজারের সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মেজর আমাদু আবদ্রামান। তিনি জানান, দেশটির প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী বাজুমের শাসনের অবসান ঘটানোর সিদ্ধান্ত নিয়েছে।
আরো জানান, নিরাপত্তা পরিস্থিতির ক্রমাগত অবনতি এবং দুর্বল অর্থনৈতিক ও সামাজিক শাসনের কারণে তারা এই পথ বেছে নিয়েছেন।
সব প্রতিষ্ঠান স্থগিতের পাশাপাশি বহিরাগত অংশীদারদের হস্তক্ষেপ না করার আহ্বানও জানান তিনি। পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত স্থল ও আকাশ সীমান্ত বন্ধ রাখা হয়েছে।
সঙ্গে যোগ করেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থানীয় সময় রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ কার্যকর থাকবে।
কর্নেল মেজর আবদ্রামানে বলেন, সৈন্যরা ন্যাশনাল কাউন্সিল ফর দ্য সেফগার্ড অব দ্য হোমল্যান্ডের (সিএনএসপি) হয়ে কাজ করছিল।
প্রেসিডেন্ট বাজুম ২০২১ সালে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছিলেন। তার অভ্যুত্থানের দেশটির রাজধানীতে বিক্ষোভ দেখা যায়।
১৯৬০ সালে ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করে নাইজার। এরপর থেকে চারটি অভ্যুত্থানের সম্মুখীন হয়েছে দেশটি। এছাড়া অসংখ্য অভ্যুত্থানের চেষ্টা দেখা গেছে।