তিউনিসিয়া উপকূলে অভিবাসীবোঝাই নৌকা ডুবে ৪ জন নিহত
প্রতীকী ছবি
তিউনিসিয়া উপকূলে অভিবাসীবোঝাই নৌকা ডুবির ঘটনায় নিহত হয়েছেন ৪ জন ও ৫১ জন রয়েছেন নিখোঁজ। স্থানীয় সময় রবিবার তিউনিসিয়ার কেরকেনাহ দ্বীপে এ দুর্ঘটনা ঘটে। তিউনিসিয়ার এক বিচার বিভাগীয় কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ডুবে যাওয়া নৌকাটির সব অভিবাসীই সাব-সাহারান আফ্রিকান।
আরও পড়ুন: হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১২৮
সম্প্রতি তিউনিসিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশী অসংখ্য মানুষ নৌকা ডুবির ঘটনায় নিহত হয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ জুলাই পর্যন্ত ৯০১ অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়।
রয়টার্স বলছে, সাব-সাহারান আফ্রিকার দেশগুলোর বহু মানুষ দারিদ্য থেকে মুক্তি পেতে অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন।
আরও পড়ুন: লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে নতুন হামলা চালাল ইসরাইল





