ভারতে জি-২০ সম্মেলনে আসছেন না জিন পিং, বাইডেন ‘হতাশ’

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৩ | আপডেট: ৯:৪৯ পূর্বাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৩
গত বছরের নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে সাক্ষাৎ করেছিলেন জো বাইডেন-শি জিনপিং (ফাইল ছবি)
গত বছরের নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে সাক্ষাৎ করেছিলেন জো বাইডেন-শি জিনপিং (ফাইল ছবি)

শক্তিশালী অর্থনৈতিক দেশগুলোর আন্তর্জাতিক জোট গ্রুপ অব টোয়েন্টি বা জি-২০ শীর্ষ সম্মেলন চলতি সপ্তাহেই ভারতে বসতে যাচ্ছে।

এই সম্মেলনে যোগ না দেওয়ার কথা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। তবে, এই খবরে ‘হতাশ’ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর এএফপির।

আরও পড়ুন: ভারতের বিপক্ষে রায় আন্তর্জাতিক আদালতের, স্বাগত জানাল পাকিস্তান

প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানিয়েছে, বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে ওয়াশিংটন ও বেইজিংয়ের সঙ্গে সম্পর্কে টানাপোড়ন নতুন কিছু নয়। তবে, বর্তমানে চীনের সঙ্গে সম্পর্ক ভালো করতে চায় যুক্তরাষ্ট্র। আর চীনা প্রেসিডেন্টের জি-২০ সম্মেলনে না আসার ঘোষণায় হতাশা প্রকাশ করেছেন বাইডেন।

নয়াদিল্লিতে হওয়া সম্মেলনে শি আসছেন না এ বিষয়ে বাইডেনকে প্রশ্ন করা হলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি হতাশ। কিন্তু, আমি তাকে দেখতে চাচ্ছি।’ তবে কীভাবে চীনা প্রেসিডেন্টকে দেখবেন তিনি সে বিষয়ে কোনো বিশদ বিবরণ দেননি মার্কিন প্রেসিডেন্ট।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ৬৯ জন নিহত, মোট প্রাণহানি ৬০ হাজার ছাড়াল

সর্বশেষ কয়েক মাসে চীনে বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এর মূলে রয়েছে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন।

গত বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, শি জি-২০ সম্মেলনে নাও আসতে পারেন। সম্মেলনে চীনকে প্রতিনিধিত্ব করবেন প্রধানমন্ত্রী লি কিয়াং।

আগেই এই সম্মেলনে থাকবেন না বলে জানিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রয়টার্স বলছে, জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার জন্য আগামী ৭-১০ সেপ্টেম্বর পর্যন্ত ভারত সফর করবেন প্রেসিডেন্ট জো বাইডেন। এর পর ভিয়েতনাম সফর করবেন তিনি। মূলত এশিয়ায় যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদার করতে চায় বাইডেন প্রশাসন এবং এই কারণে আসন্ন এই সফর বেশ গুরুত্বপূর্ণ।

ভারত ও ভিয়েতনামে সফরের জন্য তিনি উন্মুখ কিনা জানতে চাইলে বাইডেন বলেন, ‘হ্যাঁ, আমি উন্মুখ।’

গত মাসে দক্ষিণ আফ্রিকায় হওয়া ব্রিকস সম্মেলনে গিয়েছিলেন শি। ওই সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। তবুও, এশিয়ার এই দুই বৃহৎ দেশের মধ্যে উত্তেজনা কমেনি।