শেষ মুহূর্তে শাটডাউন এড়াল যুক্তরাষ্ট্র

কংগ্রেসের ভোটাভুটিতে শেষমেষ শাটডাউন তথা সরকারি বড় বড় প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধের অবস্থা থেকে উত্তোরণ ঘটাতে পেরেছে যুক্তরাষ্ট্র।
শাটডাউন এড়াতে হাউস অব কমনস এবং সিনেটের মধ্যে সমঝোতা হয়েছে। স্বল্পমেয়াদি এই সমঝোতার ফলে অচলাবস্থা থেকে বাঁচল যুক্তরাষ্ট্র। খবর বিবিসি
আরও পড়ুন: ভারতের বিপক্ষে রায় আন্তর্জাতিক আদালতের, স্বাগত জানাল পাকিস্তান
এই সমঝোতা না হলে বেতন বন্ধ হয়ে যেত কয়েক লাখ সরকারি কর্মচারীর। এতে অচল হয়ে পড়ত সরকারের গুরত্বপূর্ণ বিভিন্ন সেবা।
ইউক্রেনের জন্য কোনো সহায়তা না রেখেই মার্কিন সরকারকে আগামী নভেম্বরের মধ্যভাগ পর্যন্ত অর্থায়ন সংক্রান্ত একটি বিল ৮৮-৯ ভোটে পাশ হয়েছে সিনেটে। ৪৫ দিনের এই পরিকল্পনা প্রস্তাবটি উত্থাপন করেন মার্কিন হাউস স্পিকার কেভিন ম্যাকার্থি। এটি পাশ হওয়ায় আপাতত স্বস্তি পেল ডেমোক্র্যাট সরকার।
আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ৬৯ জন নিহত, মোট প্রাণহানি ৬০ হাজার ছাড়াল
এর আগে গতকাল যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেনটেটিভে কেন্দ্রীয় সরকারকে অর্থায়ন করার বিলটি উত্থাপন করা হলে তাতে সমর্থন জানায়নি রিপাবলিক। এত ঝুঁকিতে পড়েছিল বাইডেন প্রশাসন।
শেষ পর্যন্ত চুক্তিটি হওয়ায় বড় ধরনের বিপদ থেকে বাঁচল যুক্তরাষ্ট্র। চুক্তি না হলে রোববার (১ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ১০টা থেকে অচল হয়ে পড়ত মার্কিন সরকারের একটি বড় অংশ।
যদিও রিপাবলিকানদের চেয়ে এই প্রস্তাবে ডেমোক্র্যাটদের সমর্থন বেশি ছিল। অন্তত ৯০ জন রিপাবলিকান সদস্যের বিপক্ষে ভোট দিয়েছেন।
মূলত কট্টর ডানপন্থি রিপাবলিকানরা সরকারের ব্যয় কমানোর দাবিতে অনড় থাকায় বিল পাশ নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। তবে শেষ পর্যন্ত আইনপ্রণেতাদের একটি বড় অংশ সরকার অচল হওয়া এড়ানোর পক্ষে ভোট দেন।