খরচ কমাতে আফগানিস্তানে গণবিয়ে

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ন, ২৬ ডিসেম্বর ২০২৩ | আপডেট: ৬:১৬ পূর্বাহ্ন, ২৬ ডিসেম্বর ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলে অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে খরচ বাঁচাতে একটি যৌথ অনুষ্ঠানে ৫০ জোড়া দম্পতির গণবিয়ের আয়োজন করা হয়েছে।

স্থানীয় সময় সোমবার রাজধানী কাবুলে এক অনুষ্ঠানে বিয়ে পড়ানো হয়েছে।

আরও পড়ুন: ভারতের বিপক্ষে রায় আন্তর্জাতিক আদালতের, স্বাগত জানাল পাকিস্তান

খবর ভয়েস অব আমেরিকার।  

কাবুলের জাঁকালো হলগুলোর একটিতে এই বর কনেরা বিয়েতে আবদ্ধ হন। তবে এতে আয়োজন ছিল কিছুটা আঁটসাঁটঁ। দেশটির বিমানবন্দরের কাছে সিটি স্টার ওয়েডিং হলের সামনে ঐতিহ্যবাহী পোষাক ও পাগড়ি পড়া পুরুষ দল বসে ছিলেন।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ৬৯ জন নিহত, মোট প্রাণহানি ৬০ হাজার ছাড়াল

২০২১ সালের আগস্টে তালিবান ক্ষমতায় আসে। সেই থেকে তালিবান সরকার নাচ-গানকে দেশটিতে অনৈসলামিক বলে বিবেচনা করে, এবং কঠোরভাবে তা নিষিদ্ধ করে। এতে বিয়ের আয়োজন অনেকটাই কম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে পড়েছে।  

১৮ বছর বয়সী রুহুল্লাহ রিজায়ি নামে এক তরুণ বলেন, তিনি একা বিয়ের আয়োজন করতে পারেন না। ঐতিহ্যবাহী বিয়ের আয়োজনে দুই থেকে আড়াই লাখ আফগানিস মুদ্রা খরচ হয়। এখন  ১০ হাজার থেকে ১৫ হাজারে হয়ে যাবে।

সেলাব ফাউন্ডেশনের প্রতিটি দম্পতিকে অনুদান দিয়েছেন। তারাই এই অনুষ্ঠানের আয়োজন করেছে। বিবাহিত জীবন শুরু করার জন্য দম্পতিদের দেওয়া হবে, একটি কেক এবং প্রসাধনীসহ একটি বক্স, একটি কার্পেট, কম্বল এবং কয়েকটি গৃহস্থালী সামগ্রী।

ঐতিহ্যবাহী পাটু শাল পড়ে শত শত পুরুষ অতিথি অনুষ্ঠানে যোগ দেন। মন্ত্রণালয়ের প্রমোশন অফ ভার্চ্যু এবং প্রিভেনশন অফ ভাইস এর একজন কর্মকর্তা বক্তৃতা দেন এবং সেখানে কোরান থেকে তেলাওয়াত হয়। নববধূদের একটি পৃথক স্থানে রাখা হয়েছিল। সাংবাদিকদের তাদের কাছে যেতে নিষেধ করা হয়েছিল। মধ্যাহ্নভোজের পর নারীরা সম্পূর্ণ পর্দা সহকারে অনুষ্ঠানে হাজির হন। 

সূত্র: এএফপি