নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম পাঞ্জাবের প্রথম নারী মুখ্যমন্ত্রী হচ্ছেন

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ন, ১৪ ফেব্রুয়ারী ২০২৪ | আপডেট: ১০:১০ পূর্বাহ্ন, ১৪ ফেব্রুয়ারী ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের প্রথম নারী মুখ্যমন্ত্রী হচ্ছেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ। বর্তমানে মরিয়ম পিএমএল-এনের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

দলটির সাবেক মন্ত্রী রানা তানবির হোসেন এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন: জেন-জি বিক্ষোভে দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট রাজোয়েলিনা

তাছাড়া নওয়াজ শরিফ দলটির প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে শেহবাজ শরিফকে মনোনয়ন দিয়েছেন। শেহবাজ বর্তমানে দলটির প্রেসিডেন্ট ও নওয়াজ শরিফের ভাই। এর আগের জোট সরকারে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

এদিকে, বাবা আসিফ আলী জারদারিকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো। জোট ও সরকার গঠনের বিষয়ে দলের কার্যনির্বাহী কমিটির সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানিয়েছেন।

আরও পড়ুন: অর্থনীতিতে নোবেল পেলেন যে তিন জন

অন্যদিকে, তেইরিক-ই-ইনাসাফের ইনফরমেশন সেক্রেটারি রৌফ হাসান বলেছেন, রাতের আধাঁরে ইমরান খানের ম্যানডেট চুরি করা হয়েছে। পাকিস্তানকে আরও অস্থিতিশীলতার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে।

৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় পরিষদের পাশাপাশি চারটি প্রাদেশিক পরিষদেও নির্বাচন অনুষ্ঠিত হয়। এরই একটি পাঞ্জাব। সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন