পাকিস্তানের 'বুনিয়ান মারসুস' উড়িয়ে দিল ভারতের অহংকার

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৪৭ পূর্বাহ্ন, ১০ মে ২০২৫ | আপডেট: ১১:২৭ পূর্বাহ্ন, ১৪ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারত তিনটি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছিল পাকিস্তান। শনিবার (১০ মে) এর জবাবে ভোরে ভারতে ‘অপারেশন বুনিয়ান মারসুস’ নামে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটি। তবে এই হামলার নাম কেনো বুনিয়ান মারসুস রাখা হলো তা নিয়ে চলছে নানা আলোচনা।

জানা গেছে, নামটি নেওয়া হয়েছে ইসলামি ধর্মগ্রন্থ কোরআনের একটি আয়াত থেকে, যা মুসলিমদের কাছে ধর্মীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরবি শব্দগুচ্ছ ‘বুনিয়ান মারসুস’ (بنيان مرصوص) শব্দের আক্ষরিক অর্থ হলো, ‘সীসার গাঁথুনির মতো একটি অটুট কাঠামো’। 

আরও পড়ুন: সিরিয়ায় দুই মার্কিন সেনা নিহত, কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি ট্রাম্পের

কোরআনের সুরা আস-সাফ-এর ৪ নং আয়াতে এটা বলা হয়েছে। ‘নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তাদের, যারা তার পথে শৃঙ্খলিতভাবে যুদ্ধ করে, যেন তারা সীসা দিয়ে গাঁথা একটি প্রাচীর।’ (সুরা আস-সফ্ ৪)

এই বাক্যাংশ ইসলামে ঐক্য, শৃঙ্খলা এবং দুর্নিবার প্রতিরোধের প্রতীক হিসেবে বিবেচিত। বিশ্লেষকদের মতে, পাকিস্তান সেনাবাহিনী এই নাম বেছে নিয়ে তাদের সংঘবদ্ধতা, ধর্মীয় অনুপ্রেরণা এবং শত্রুর বিরুদ্ধে অটল মনোভাবের ইঙ্গিত দিতে চেয়েছে।

আরও পড়ুন: জাপানে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

তাদের মতে, এই নামকরণ কেবল একটি সামরিক অভিযানের অংশ নয় বরং এর মাধ্যমে পাকিস্তান একটি ধর্মীয় ও আদর্শিক বার্তা দিচ্ছে, যা দেশের সেনা সদস্যদের মনোবল বাড়ানোর পাশাপাশি মুসলিম বিশ্বের প্রতি এক প্রতীকী বার্তাও পৌঁছে দিচ্ছে।

এক প্রতিবেদনে পাকিস্তানের আইএসপিআরের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, ভারত তাদের তিনটি বিমানঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। এর জবাবে ভারতের পাঠানকোট, উধমপুরসহ বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা।


অন্যদিকে বিবিসি জানিয়েছে, ভোর পৌনে ছয়টার দিকে সেখানে কয়েকটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। শহরজুড়ে এখন পুরোপুরি ব্ল্যাকআউট চলছে। পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো নিজেদের তৈরি ফতেহ-১। ভারতের পাঞ্জাব প্রদেশের বিয়াসে একটি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র গুদামেও পাকিস্তান হামলা করেছে।