খামেনিকে হত্যার প্রতিক্রিয়া হবে খুবই ভয়াবহ: রাশিয়া

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ন, ২০ জুন ২০২৫ | আপডেট: ১২:০৮ অপরাহ্ন, ২৩ জুন ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার পরিকল্পনা করলে তা ‘প্যান্ডোরার বক্স’ খুলে দেওয়ার শামিল হবে বলে সতর্ক করেছেন রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

শুক্রবার (২০ জুন) সকালে স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হলে রাশিয়া ‘খুব নেতিবাচক’ প্রতিক্রিয়া জানাবে।

আরও পড়ুন: গাজায় অনাহার-অপুষ্টিতে শিশুসহ আরও ১১ জনের মৃত্যু

তিনি আরও বলেন, যারা খামেনিকে হত্যার কথা বলছে, তাদের ভেবে দেখা উচিত এর ফলাফল কত ভয়াবহ হতে পারে।’

পেসকভ স্পষ্ট করে জানিয়েছেন, ‘ইরানে সরকার পরিবর্তন হবে এটি একেবারেই অকল্পনীয়। এই বিষয়ে আলোচনা করাটাও অগ্রহণযোগ্য।’

আরও পড়ুন: ইউক্রেন নিয়ে আলোচনায় বসছেন ট্রাম্প-পুতিন

এই মন্তব্য এমন এক সময়ে করা হল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন আমেরিকা তেহরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানে যোগ দেবে কিনা। 

ইসরায়েল-ইরান সংঘাত সম্পর্কে এগুলি ক্রেমলিনের এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী মন্তব্য।

ইউক্রেন আক্রমণের পর থেকে রাশিয়া ইরানের সাথে তার সম্পর্ক আরও গভীর করেছে এবং জানুয়ারিতে দুই দেশ একটি কৌশলগত অংশীদারিত্ব স্বাক্ষর করেছে।