ক্ষমতায় গেলে জনগণের ভোটের অধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৫ | আপডেট: ৬:৩০ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে তার দল জনগণের ভোটের অধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিত করবে। সোমবার (৪ আগস্ট) যুবদলের এক সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই প্রতিশ্রুতি দেন।

তারেক রহমান বলেন, “দেশের মানুষ পরিবর্তন চায়। বিএনপি মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে কাজ করছে। আগামীর নীতি জনগণের উন্নয়নের রাজনীতি। ভোটের অধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি। জনগণই বিএনপির একমাত্র শক্তি।”

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, শিক্ষার্থীদের ছয় দফা দাবি

তারেক রহমান বলেন, বিএনপি কর্মমুখী শিক্ষা বাস্তবায়নে কাজ করছে এবং ক্ষমতায় এলে মানুষের জীবনমান উন্নয়নে সব ধরনের পদক্ষেপ নেবে। তিনি বলেন, ‘‘ক্ষুদ্র ও কুটির শিল্পকে বিশ্ববাজারে ছড়িয়ে দিতে কাজ করবে সরকার। বিএনপি সরকারে এলে কর্মক্ষম জনগণকে প্রশিক্ষণের মাধ্যমে তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করবে।” এমনকি বিভিন্ন ভাষায় প্রশিক্ষণ দিয়ে বিদেশে কাজ করার সক্ষমতা তৈরিতেও বিএনপি কাজ করবে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সারা দেশে হেলথ কেয়ার চালু করা হবে, যেখানে বেশিরভাগ কর্মী হবে নারী। শহীদ জিয়াউর রহমানের খালখনন কর্মসূচি আবারও শুরু করার প্রতিশ্রুতিও দেন তিনি।

আরও পড়ুন: আগামী নির্বাচনে আইনশৃঙ্খলা বড় চ্যালেঞ্জ: সিইসি

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুবদলের ভূমিকার প্রশংসা করে তারেক রহমান বলেন, শুধু অতীতের সাফল্যই নয়, জনগণের আস্থা অর্জনের মাধ্যমে ভবিষ্যতের পথও নির্ধারণ করতে হবে। তিনি যুবদলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “জনগণের প্রতি আস্থা রাখুন, তাদের আস্থার প্রতিদান দিন। কারণ যে নেতৃত্ব জনগণের আস্থা অর্জন করতে পারে, সেই-ই প্রকৃত নেতা। আর জনগণের সহায়তা ছাড়া নেতৃত্ব দেওয়া সম্ভব নয়।”