নতুন আদেশে কোন দেশের ওপর কত শুল্ক চাপালেন ট্রাম্প

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২:৩০ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৫ | আপডেট: ৮:৩০ পূর্বাহ্ন, ০১ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিশ্ববাণিজ্যে বড় ধরনের ধাক্কা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ। নতুন করে বিভিন্ন দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র জানিয়েছে, এই পদক্ষেপ তাদের অর্থনীতি ও জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য জরুরি। এই সিদ্ধান্তের ফলে শতাধিক দেশের পণ্য এখন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে গেলে বাড়তি শুল্কের মুখে পড়বে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ জুলাই) শুল্ক নিয়ে হোয়াইট হাউসের এক ঘোষণায় নতুন এ হার ঘোষণা করা হয়।

আরও পড়ুন: গাজায় অনাহার-অপুষ্টিতে শিশুসহ আরও ১১ জনের মৃত্যু

 হোয়াইট হাউসের দেওয়া তালিকায় ১০০টিরও বেশি দেশের নাম রয়েছে। সবার জন্য শুল্ক হার এক নয়; দেশের অর্থনৈতিক সম্পর্ক ও নিরাপত্তা অংশীদারিত্ব অনুযায়ী হার নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ ও তাদের ওপর আরোপিত শুল্ক হার নিচে দেওয়া হলো:


আরও পড়ুন: ইউক্রেন নিয়ে আলোচনায় বসছেন ট্রাম্প-পুতিন

বাংলাদেশ ২০%

ভারত ২৫%

পাকিস্তান ১৯%

আফগানিস্তান ১৫%

আলজেরিয়া ৩০%

অ্যাঙ্গোলা ১৫%

বলিভিয়া ১৫%

বসনিয়া ও হার্জেগোভিনা ৩০%

বতসোয়ানা ১৫%

ব্রাজিল ১০%

ব্রুনেই ২০%

কম্বোডিয়া ১৯%

ক্যামেরুন ১৫%

চাদ ১৫%

কোস্টারিকা ১৫%

কোট দিভোয়ার (আইভরি কোস্ট) ১৫%

কঙ্গো গণপ্রজাতন্ত্রী ১৫%

ইকুয়েডর ১৫%

ইকুয়েটোরিয়াল গিনি ১৫%

ইন্দোনেশিয়া ১৯%

ইরাক ৩৫%

ইসরায়েল ১৫%

জাপান ১৫%

জর্ডান ১৫%

কাজাখস্তান ২৫%

লাওস ৪০%

ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ১০%

ফিজি ১৫%

ঘানা ১৫%

গায়ানা ১৫%

আইসল্যান্ড ১৫%

লেসোথো ১৫%

লিবিয়া ৩০%

লিচটেনস্টেইন ১৫%

মাদাগাস্কার ১৫%

মালাউই ১৫%

মালয়েশিয়া ১৯%

মরিশাস ১৫%

মলদোভা ২৫%

মোজাম্বিক ১৫%

মিয়ানমার (বার্মা) ৪০%

নামিবিয়া ১৫%

নাউরু ১৫%

নিউজিল্যান্ড ১৫%

নিকারাগুয়া ১৮%

নাইজেরিয়া ১৫%

নর্থ মেসেডোনিয়া ১৫%

নরওয়ে ১৫%

পাপুয়া নিউগিনি ১৫%

ফিলিপাইন ১৯%

সার্বিয়া ৩৫%

দক্ষিণ আফ্রিকা ৩০%

দক্ষিণ কোরিয়া ১৫%

শ্রীলঙ্কা ২০%

সুইজারল্যান্ড ৩৯%

সিরিয়া ৪১%

তাইওয়ান ২০%

থাইল্যান্ড ১৯%

ত্রিনিদাদ ও টোবাগো ১৫%

তিউনিসিয়া ২৫%

তুরস্ক ১৫%

উগান্ডা ১৫%

যুক্তরাজ্য ১০%

ভানুয়াতু ১৫%

ভেনেজুয়েলা ১৫%

ভিয়েতনাম ২০%

জাম্বিয়া ১৫%

জিম্বাবুয়ে ১৫%