আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠক: ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘মূল কারণ দূর করতে হবে’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় তিন ঘণ্টাব্যাপী বৈঠকের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে হলে আগে এই সংঘাতের মূল কারণগুলো দূর করতে হবে। শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কার জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসনে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। খবর বিবিসির।
পুতিন বলেন, একটি স্থায়ী ও দীর্ঘমেয়াদি সমাধান চাইলে আমাদের এই সংঘাতের শিকড় উপড়ে ফেলতে হবে। তবে তিনি এই মূল কারণগুলো কী, তা স্পষ্টভাবে ব্যাখ্যা করেননি।
আরও পড়ুন: পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিলেন মোদি
বৈঠকে ইউক্রেন সংকটই ছিল প্রধান আলোচ্য বিষয় বলে জানান রুশ প্রেসিডেন্ট। তিনি আরও বলেন, আমার আশা, ইউক্রেনীয় এবং ইউরোপীয়রা শান্তি প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি না করে গঠনমূলক ভূমিকা রাখবে।
রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাই, তিনি শুভবোধ থেকে শান্তিপ্রক্রিয়ার প্রতি ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। একইসঙ্গে তিনি ফলাফলমুখী আলোচনার ওপর গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন: ট্রাম্প-পুতিন ঐতিহাসিক বৈঠক শেষ, যে সিদ্ধান্ত এলো
পুতিনের ভাষায়, ট্রাম্প যেমন যুক্তরাষ্ট্রের সমৃদ্ধির ব্যাপারে মনোযোগী, তেমনি তিনি স্বীকার করেছেন যে রাশিয়ারও বৈধ স্বার্থ রয়েছে, যা উপেক্ষা করা যায় না।
আলাস্কার বৈঠকে দুই প্রেসিডেন্ট করমর্দন শেষে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন।