চীনে নির্মাণাধীন সেতুর তার ছিঁড়ে ১০ জন নিহত, নিখোঁজ ৪

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে নির্মাণাধীন একটি রেলসেতুর তার ছিঁড়ে ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৪ জন। শুক্রবার (২২ আগস্ট) স্থানীয় সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি-তে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, সেতুর একটি অংশ হঠাৎ ভেঙে নদীর পানিতে তলিয়ে যাচ্ছে। দুর্ঘটনার পরপরই নদীতে পড়ে যাওয়া ব্যক্তিদের উদ্ধারে শুরু হয়েছে তল্লাশি অভিযান।
আরও পড়ুন: জাতিসংঘে গাজায় ক্ষুধার্তদের ছবি প্রদর্শন করলেন এরদোয়ান
চায়না ডেইলির প্রতিবেদনে বলা হয়, কিংহাই প্রদেশের সিচুয়ান-কিংহাই রেলওয়ের অন্তর্গত হলুদ নদীর ওপর নির্মিত একটি সেতুতে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলে ইতোমধ্যে শত শত উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে নদীতে তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে।
পিপলস ডেইলি জানিয়েছে, এটি চীনের প্রথম রেলওয়ে স্টিল ট্রাস আর্চ ব্রিজ। সেতুটি হলুদ নদীর ওপর বিস্তৃত এবং এটি দেশের দ্বিতীয় দীর্ঘতম রেলসেতু হিসেবে পরিচিত।
আরও পড়ুন: সুপার টাইফুন রাগাসার আঘাতে তাইওয়ানে ভয়াবহ ক্ষয়ক্ষতি, নিহত ১৪
চীনে অব্যবস্থাপনা, দুর্বল নিরাপত্তা মান এবং তদারকির ঘাটতির কারণে নির্মাণস্থলে এমন দুর্ঘটনা নতুন নয়। গত বছরের ডিসেম্বরে দক্ষিণ চীনের শেনজেন শহরের একটি রেলপথ নির্মাণস্থলে ভূমিধসে ১৩ জনের প্রাণহানি ঘটে।
বর্তমানে কিংহাই প্রদেশের দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।