নেপালে অস্থিরতা: ভারত-নেপাল সীমান্তে সতর্কতা জারি

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:২৫ পূর্বাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১১:২৫ পূর্বাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ ও দুর্নীতির অভিযোগ ঘিরে সহিংস বিক্ষোভের ঘটনায় ভারত-নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। সোমবার (৮ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে এ তথ্য নিশ্চিত করেছেন সশস্ত্র সীমা বলের (এসএসবি) এক কর্মকর্তা।

তিনি জানান, নেপালের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এসএসবি। সতর্কতা পূর্বসতর্কতামূলক হলেও সীমান্ত এলাকায় বাড়তি নজরদারি চালানো হচ্ছে, যাতে কোনো ধরনের অস্থিরতা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে না পারে।

আরও পড়ুন: নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগ

এর আগে পার্লামেন্ট ভবনে বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত হন। সহিংসতার দায়ে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন। এ পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি জরুরি মন্ত্রিসভার বৈঠক ডাকেন।

প্রসঙ্গত, ভারত-নেপাল সীমান্ত ১ হাজার ৭৫১ কিলোমিটার দীর্ঘ, যা উত্তরাখণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও সিকিম রাজ্যের মধ্য দিয়ে বিস্তৃত। দুই দেশের নাগরিকদের অবাধ যাতায়াত সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হলেও প্রতিবেশী দেশে রাজনৈতিক অস্থিরতা দেখা দিলে সীমান্তে বাড়তি নিরাপত্তার প্রয়োজন দেখা দেয়।

আরও পড়ুন: নেপালে অবশেষে উঠল সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা