নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৪৯ পূর্বাহ্ন, ১৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১০:৪৯ পূর্বাহ্ন, ১৩ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল তার সরকারি বাসভবন *শীতল নিবাসে* তাকে শপথ পড়ান।

কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, অন্তর্বর্তীকালীন এই সরকারকে আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট, সেনাপ্রধান অশোক রাজ সিগদেল এবং জেন-জির বিক্ষোভকারীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর কার্কিকে প্রধানমন্ত্রী করার ব্যাপারে ঐকমত্য হয়।

আরও পড়ুন: যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া স্বীকৃতি দিলো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে

শপথের পর সুশীলা কার্কি আজ রাতেই প্রথম মন্ত্রিসভার বৈঠক করবেন বলে জানা গেছে। ছোট পরিসরের এই মন্ত্রিসভা থেকে তিনি কেন্দ্রীয় ও প্রাদেশিক পার্লামেন্ট ভেঙে দেওয়ার প্রস্তাব দিতে পারেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে নেপালে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। সোমবার পার্লামেন্টে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর গুলিতে বেশ কয়েকজন শিক্ষার্থী নিহত হন। এরপরই আন্দোলন তীব্র হয় এবং মঙ্গলবার কেপি শর্মা অলি প্রধানমন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হন। বিক্ষুব্ধরা সাবেক প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বাড়িতে হামলা চালান, এমনকি অর্থমন্ত্রীকে রাস্তায় পেটানোর ঘটনাও ঘটে।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৯১ ফিলিস্তিনি

সুশীলা কার্কি ২০১৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত নেপালের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কারণে জেন-জেনারেশনের কাছে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তিনি ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং অতীতে ভারত নেপালকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছিলেন।