রাশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাটকা উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৪। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (USGS) এবং জার্মান গবেষণা কেন্দ্র GFZ এ তথ্য জানিয়েছে।
জিএফজেড-এর তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানায়, এর গভীরতা ছিল প্রায় ৩৯.৫ কিলোমিটার (২৪.৫ মাইল)।
আরও পড়ুন: অর্থনীতিতে নোবেল পেলেন যে তিন জন
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র সতর্ক করেছে, এ ভূমিকম্প থেকে সুনামির সম্ভাব্য হুমকি তৈরি হতে পারে। তবে জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, দেশটির আবহাওয়া অধিদপ্তর কামচাটকা উপদ্বীপের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জন্য কোনো সুনামি সতর্কতা জারি করেনি।
রয়টার্সের খবরে বলা হয়, ভূমিকম্পের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
আরও পড়ুন: ফিলিস্তিনি বন্দিদের নিয়ে পশ্চিম তীর ও গাজায় পৌঁছেছে কয়েকটি বাস