গাজায় নতুন করে ১১ জাহাজের ত্রাণ বহর পাঠাচ্ছে ফ্রিডম ফ্লোটিলা
ইসরায়েলি অবরোধে বিপর্যস্ত গাজা উপত্যকার জন্য নতুন করে ত্রাণ পাঠানোর ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)। বৃহস্পতিবার (২ অক্টোবর) এক বিবৃতিতে এই ঘোষণা দেয় জোটটি। খবর আনাদুলু এজেন্সি।
এফএফসি জানায়, ইতালি ও ফ্রান্সের পতাকাবাহী দুটি জাহাজ ২৫ সেপ্টেম্বর ইতালির ওৎরান্তো বন্দর থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পরে ৩০ সেপ্টেম্বর আরও ৯টি নৌযান যোগ দেয় বহরে। সবমিলিয়ে ১১টি জাহাজে প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবী ও ক্রু রয়েছেন। শিগগিরই তারা একত্র হয়ে একটি ঐক্যবদ্ধ বহর হিসেবে গাজার দিকে অগ্রসর হবেন।
আরও পড়ুন: হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১২৮
২০০৮ সালে গঠিত এ জোটের মধ্যে রয়েছে— ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশন, গ্লোবাল মুভমেন্ট টু গাজা, মাগরেব সুমুদ ফ্লোটিলা এবং সুমুদ নুসানতারা।
এর আগে চলতি বছরের আগস্টে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামে একটি বড় আকারের ত্রাণ মিশন শুরু করেছিল জোটটি। তাতে অংশ নেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ, দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলা এবং ৪৪টি দেশের প্রায় ৫০০ জন সংসদ সদস্য, আইনজীবী, স্বেচ্ছাসেবী ও অধিকারকর্মী।
আরও পড়ুন: লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে নতুন হামলা চালাল ইসরাইল
সেই বহরটি ৩১ আগস্ট স্পেন থেকে যাত্রা শুরু করলেও গাজার উপকূলের কাছে পৌঁছেই ইসরায়েলি নৌবাহিনী একটি ছাড়া বাকি সব নৌযান আটক করে। আরোহীদের জোরপূর্বক ইসরায়েলের বন্দরে নিয়ে যাওয়া হয়, যার প্রতিবাদে বিশ্বব্যাপী তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
তবুও ইসরায়েল সরকার অবরোধ প্রত্যাহারে কোনো পদক্ষেপ নেয়নি। বরং সমালোচনার তোয়াক্কা না করেই অবরোধ বজায় রেখেছে নেতানিয়াহুর প্রশাসন।
এই অবস্থায় ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের নতুন ঘোষণাটি আন্তর্জাতিক মানবিক মহলে নতুন করে দৃষ্টি আকর্ষণ করেছে।





