ইসরায়েল থেকে মুক্তি পাওয়া শহিদুল আলম তুরস্কে পৌঁছালেন

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ন, ১০ অক্টোবর ২০২৫ | আপডেট: ৬:০৩ অপরাহ্ন, ১১ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে বাংলাদেশি আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম তুরস্কে পৌঁছেছেন। শুক্রবার বিকেলে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি ইস্তাম্বুলে আগমন করেন।

শহিদুল আলমের মুক্তি ও ইসরায়েল থেকে নিরাপদ প্রত্যাবর্তনের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিশেষভাবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন।

আরও পড়ুন: গাজায় আটক আরও ১৩ জিম্মিকে রেডক্রসের হাতে তুলে দিল হামাস

শহিদুল আলম অংশ নিয়েছিলেন ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’ অভিযান, যা ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংসতা বন্ধ ও গাজায় নৌ অবরোধ ভাঙার উদ্দেশ্যে পরিচালিত হয়েছিল। এই নৌবহরে মোট ৯টি জাহাজ ছিল, যেখানে বিভিন্ন দেশের রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসক ও অধিকারকর্মীরা অংশ নিয়েছিলেন। সেই দলে ছিলেন শহিদুল আলম।

গত বুধবার নৌবহরে ইসরায়েলি সেনারা আক্রমণ চালিয়ে সমস্ত নাবিক ও অধিকারকর্মীদের আটক করে ইসরায়েলের কেৎজিয়েত কারাগারে পাঠায়। এরপর থেকে বাংলাদেশের কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে জর্ডান, মিশর ও তুরস্কের সহায়তায় শহিদুল আলমকে মুক্ত করা সম্ভব হয়।

আরও পড়ুন: ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প

শহিদুল আলম আজ কারামুক্ত হয়ে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছে নিরাপদে অবস্থান করছেন।