মিশিগানের জঙ্গলে বিমান বিধ্বস্ত, নিহত সবাই

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি জঙ্গলে ছোট আকারের করপোরেট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (স্থানীয় সময়) বিকেল ৫টার দিকে বাথ টাউনশিপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দ্য ডেইলি বিস্ট জানায়, বিকট শব্দ শোনার পর স্থানীয়রা আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিমানের ধ্বংসাবশেষ ও তিন আরোহীর মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন: আফগান সীমান্তে আত্মঘাতী হামলা: পাকিস্তানের ৭ সেনা নিহত, আহত ১৩
বাথ টাউনশিপের তত্ত্বাবধায়ক রায়ান ফেভিন্স-ব্লিস এক বিবৃতিতে নিশ্চিত করেন, বিমানে তিনজন যাত্রী ছিলেন এবং সবাই ঘটনাস্থলেই মারা গেছেন।
এভিয়েশন সেফটি নেটওয়ার্ক জানায়, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ছিল ‘হকার ৮০০এক্সপি’ মডেলের টুইন-ইঞ্জিন করপোরেট জেট, যা মেক্সিকোতে নিবন্ধিত এবং এরিও লাইনাস ডেল সেন্ট্রো এসএ সংস্থা দ্বারা পরিচালিত হতো। এটি ব্যাটল ক্রিক–ডব্লিউকে কেলগ আঞ্চলিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল।
আরও পড়ুন: গাজায় ৭ কোটি টন ধ্বংসস্তূপ, রয়ে গেছে ২০ হাজার অবিস্ফোরিত বোমা
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) ইতোমধ্যে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। তবে বিমানের গন্তব্য ও দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।
স্থানীয় পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।