নাইজেরিয়ায় মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ৭
পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় জনাকীর্ণ একটি মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো প্রদেশে সন্ধ্যায় নামাজের সময় হওয়া এই হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র নাহুম দাসো। এ ঘটনায় আরও ৩৫ জন আহত হয়েছেন।
কর্তৃপক্ষ বলছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখনো কেউ হামলার দায় স্বীকার করেনি। খবর বিবিসি ও রয়টার্স
আরও পড়ুন: দেশে ফিরলেন তারেক রহমান, কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম
প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা সূত্র জানিয়েছে, বিস্ফোরণটি বুধবার সন্ধ্যার নামাজের সময় গাম্বোরু বাজার এলাকার জনাকীর্ণ মসজিদে ঘটে। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনার দায় এখনো কোনো সশস্ত্র গোষ্ঠী স্বীকার করেনি। মসজিদের ইমাম মালাম আবুনা ইউসুফ নিহতের সংখ্যা আটজন বলে দাবি করেছেন। তবে বিরোধী মিলিশিয়ার নেতা বাবাকুরা কোলো মৃত্যুর সংখ্যা সাত বলে জানান। তিনি জানান, বিস্ফোরণটি মসজিদের ভেতরে রাখা বোমা থেকে ঘটেছে বলে সন্দেহ করা হচ্ছে। কিছু প্রত্যক্ষদর্শী এটিকে আত্মঘাতী হামলা হিসেবে বর্ণনা করেছেন।
আরও পড়ুন: শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তাইওয়ান
মাইদুগুরি হলো বোর্নো রাজ্যের রাজধানী। এই অঞ্চলে দীর্ঘদিন ধরে চরমপন্থী গোষ্ঠী বোকো হারাম ও ইসলামিক স্টেট পশ্চিম আফ্রিকা প্রদেশের বিদ্রোহ চলছে। ২০০৯ সাল থেকে এই অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সংঘাতে অন্তত ৪০ হাজার মানুষ নিহত হয়েছে এবং প্রায় ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। যদিও শহরটি সাম্প্রতিক বছরগুলোতে তুলনামূলকভাবে শান্ত ছিল, তবে বিস্ফোরণ পুনরায় নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি করেছে।
রাজ্যের রাজধানীতে বড় সামরিক বাহিনীর সদর দপ্তর থাকায় নিয়মিত টহল এবং চেকপোস্ট রয়েছে। তবে গ্রামাঞ্চলে বিদ্রোহ অব্যাহত থাকায় পরিস্থিতি উদ্বেগজনক।





