নতুন দায়িত্ব পেলেন আলী রীয়াজ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৩২ অপরাহ্ন, ২৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৪:০১ অপরাহ্ন, ২৫ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ।

বুধবার (২৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়, নির্বাচনী ও গণভোট-সংক্রান্ত সচেতনতা কার্যক্রমের প্রধান সমন্বয়ক হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন: তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে বিমানবন্দরে নজিরবিহীন নিরাপত্তা

এর আগে আলী রীয়াজ জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। পরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে নিয়োগ পান।

আলী রীয়াজ ২০০২ সালে যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটিতে যোগ দেন। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন: দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরলেন তারেক রহমান, সিলেটে যাত্রাবিরতি