নাইজেরিয়ায় আইএস লক্ষ্য করে প্রাণঘাতী হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০৮ পূর্বাহ্ন, ২৬ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১০:০৮ পূর্বাহ্ন, ২৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) লক্ষ্য করে শক্তিশালী ও প্রাণনাশক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

পোস্টে ট্রাম্প বলেন, নাইজেরিয়ায় সক্রিয় ‘সন্ত্রাসী ময়লাদের’ বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়েছে, যারা বিশেষ করে খ্রিস্টান সম্প্রদায়কে লক্ষ্য করে হত্যাকাণ্ড চালাচ্ছে বলে তিনি দাবি করেন।

আরও পড়ুন: ‘বাংলাদেশি’ সন্দেহে ভারতে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা

তিনি জানান, মার্কিন সেনাবাহিনী একাধিক নির্ভুল হামলা চালিয়েছে। তবে এসব হামলায় কতজন নিহত হয়েছে বা অবকাঠামোগত কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে—সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি ট্রাম্প।

আগেই হামলার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প

আরও পড়ুন: বঙ্গোপসাগরে ভারতের পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা

গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে নাইজেরিয়ায় আইএস জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালানোর প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। সে সময় তিনি বলেছিলেন, আইএসের ক্রমবর্ধমান হামলা যেকোনো মূল্যে প্রতিহত করতে হবে।

সর্বশেষ পোস্টে ট্রাম্প বলেন,আমার নেতৃত্বে যুক্তরাষ্ট্র কখনোই সন্ত্রাসবাদকে সফল হতে দেবে না।

খ্রিস্টান নিধনের অভিযোগ নিয়ে বিতর্ক

যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে, নাইজেরিয়ায় খ্রিস্টানদের বিরুদ্ধে গণহত্যা চালানো হচ্ছে। বিষয়টি নিয়ে দেশটির অতি ডানপন্থি রাজনৈতিক ও ধর্মীয় মহলেও আলোচনা চলছিল।

তবে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলো বলছে, তারা এমন কোনো নির্ভরযোগ্য প্রমাণ পায়নি, যেখানে দেখা যায় আইএস সন্ত্রাসীরা মুসলিমদের তুলনায় খ্রিস্টানদের বেশি হত্যা করছে।

উল্লেখ্য, আফ্রিকার অন্যতম প্রভাবশালী রাষ্ট্র নাইজেরিয়া মূলত মুসলিম ও খ্রিস্টান অধ্যুষিত অঞ্চলে বিভক্ত, যা দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

নাইজেরিয়ার অবস্থান

ট্রাম্প যখন নাইজেরিয়ায় সামরিক হামলার হুমকি দিচ্ছিলেন, তখন দেশটির প্রেসিডেন্ট বোলা তিনিবুর প্রশাসন জানায়—আইএস বা অন্য কোনো সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান হলে তা যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার যৌথ সমন্বয়ের মাধ্যমেই হওয়া উচিত।

নাইজেরিয়ার প্রেসিডেন্টের উপদেষ্টা ড্যানিয়েল বাওয়ালা বলেন, আইএসের তৎপরতা বন্ধে যুক্তরাষ্ট্রের সহায়তাকে আমরা স্বাগত জানাই। তবে মনে রাখতে হবে, নাইজেরিয়া একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র।

বিশ্লেষকদের মতে, এই হামলা নাইজেরিয়ায় জঙ্গিবিরোধী অভিযানে নতুন মাত্রা যোগ করলেও দেশটির সার্বভৌমত্ব ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে কূটনৈতিক আলোচনার ক্ষেত্র তৈরি করতে পারে।