‘বাংলাদেশি’ সন্দেহে ভারতে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা
ভারতের ওড়িশা রাজ্যে ‘বাংলাদেশি’ সন্দেহে এক মুসলিম পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন, যারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে বুধবার (২৪ ডিসেম্বর) রাতে।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়, রাত সাড়ে আটটার দিকে ওড়িশার সম্বলপুর জেলার আইন্থাপল্লী থানার আওতাধীন দানিপালি এলাকায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে। সম্বলপুরের মহকুমা পুলিশ কর্মকর্তা (এসডিপিও) তোফান বাগ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: নাইজেরিয়ায় আইএস লক্ষ্য করে প্রাণঘাতী হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
নিহত যুবকের নাম জুয়েল রানা (১৯)। তিনি ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সুতি এলাকার বাসিন্দা। মাত্র পাঁচ দিন আগে কাজের সন্ধানে তিনি ওড়িশায় যান এবং সেখানে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
আধার কার্ড দেখার অজুহাতে হামলা
আরও পড়ুন: বঙ্গোপসাগরে ভারতের পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা
জুয়েলের সহকর্মীরা জানান, বুধবার রাতে কাজ শেষে তারা বাইরে বিড়ি খেতে বের হলে স্থানীয় কয়েকজন তাদের কাছে এসে প্রথমে বিড়ি চায়। এরপর হঠাৎ করে তাদের ‘বাংলাদেশি’ সন্দেহ করে পরিচয়পত্র ও আধার কার্ড দেখতে দাবি জানানো হয়।
পরিযায়ী শ্রমিক পল্টু শেখ বলেন, “একজন আধার কার্ড আনতে ঘরে যাওয়ার আগেই স্থানীয় লোকজন মারধর শুরু করে দেয়। কোনো সুযোগ না দিয়েই জুয়েলকে বেধড়ক পেটানো হয়।”
আরেক শ্রমিক সাদ্দাম হুসেন জানান, চিৎকার শুনে অন্যরা বাইরে এলে হামলাকারীরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। আহতদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জুয়েল রানাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও তদন্ত
এসডিপিও তোফান বাগ জানান, নিহতের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত চলছে।
উদ্বেগ বাড়াচ্ছে গণপিটুনির ঘটনা
পরিযায়ী শ্রমিকদের সংগঠনগুলোর দাবি, কেন্দ্রীয় সরকারের ‘বাংলাদেশি’ ও ‘রোহিঙ্গা’ শনাক্তকরণ কার্যক্রমের প্রভাবেই বাংলাভাষী মুসলমানদের লক্ষ্য করে এ ধরনের সহিংসতা বাড়ছে।
চলতি ডিসেম্বর মাসেই ভারতের বিভিন্ন রাজ্যে গণপিটুনিতে মৃত্যুর অন্তত তিনটি ঘটনা ঘটেছে।
* বিহারে ধর্মীয় পরিচয়ের কারণে এক মুসলিম ফেরিওয়ালার মৃত্যু
* কেরালায় এক দলিত হিন্দুকে বাংলাদেশি সন্দেহে হত্যা
* সর্বশেষ ওড়িশায় জুয়েল রানার মৃত্যু
ওড়িশায় এর আগেও পশ্চিমবঙ্গের এক যুবক বাংলাদেশি সন্দেহে মারধর ও ধর্মীয় স্লোগান দিতে বাধ্য করার অভিযোগ উঠে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাভাষী শ্রমিক ও ফেরিওয়ালাদের বিরুদ্ধে সন্দেহভিত্তিক সহিংসতা উদ্বেগজনক হারে বেড়েছে।





