ঢাকায় শীতের দাপট বাড়ছে, তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে
রাজধানী ঢাকায় শীতের তীব্রতা আরও বেড়েছে। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে প্রবাহিত ঠান্ডা বাতাসের কারণে ঢাকাসহ আশপাশের এলাকায় তাপমাত্রা ক্রমশ কমছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে প্রায় ১৩ ডিগ্রি সেলসিয়াসে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানায়, সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও শীতের অনুভূতি অব্যাহত থাকবে।
আরও পড়ুন: অব্যাহতির আগেই খোদা বক্স মন্ত্রীপাড়ার বাসা ছেড়ে দেন
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। ওই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল প্রায় ৯৫ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৯ মিনিটে এবং আগামীকাল শনিবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৪০ মিনিটে।
আরও পড়ুন: তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব
অন্যদিকে, সারা দেশের সম্ভাব্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে সড়ক ও অভ্যন্তরীণ নৌপথে চলাচলে বিঘ্ন ঘটতে পারে। কুয়াশার কারণে অনেক এলাকায় দৃশ্যমানতা কমে যাওয়ার পাশাপাশি শীতের অনুভূতিও আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।





