সাবেক স্পিকার শিরিন শারমিন ও তার স্বামীর পাসপোর্ট আবেদন স্থগিত

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ন, ১৭ নভেম্বর ২০২৪ | আপডেট: ১:২২ অপরাহ্ন, ১৭ নভেম্বর ২০২৪
সাবেক স্পিকার শিরিন শারমিন। ছবিঃ সংগৃহীত
সাবেক স্পিকার শিরিন শারমিন। ছবিঃ সংগৃহীত

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আত্মগোপনে থাকা অবস্থায় নতুন সাধারণ ই-পাসপোর্টের জন্য যে আবেদন করেছিলেন, সেটি স্থগিত করা হয়েছে। হত্যা মামলার পর আত্মগোপনে থেকে পাসপোর্ট আবেদন করায় তা স্থগিত করেছে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তর। একইসঙ্গে তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইনের পাসপোর্ট আবেদনটিও স্থগিত করা হয়েছে। ঢাকা বিভাগীয় পাসপোর্ট অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। শিরীন শারমিন চৌধুরীর পাসপোর্ট আবেদনটির কোনো ডেভেলপমেন্ট হয়নি বলেও জানিয়েছে সূত্র।

রোববার (১৭ নভেম্বর) অধিদপ্তরের একাধিক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছে। 

আরও পড়ুন: সেনানিবাসের বাড়ি সাবজেল ঘোষণা প্রসঙ্গে ঢিফ প্রসিকিউটর তাজুল ইসলাম

এর আগে আত্নগোপনে থেকে বিশেষ সুবিধায় শিরীন শারমিনের পাসপোর্ট আবেদন করার খবর গণমাধ্যমে উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, হত্যা মামলার আসামি হলেও বিশেষ ব্যবস্থাপনায় শিরীন শারমিনের ফিংগার প্রিন্ট, ছবি ও চোখের আইরিশ নেওয়া হয়। এর সঙ্গে পাসপোর্ট অধিদফতরের কর্মকর্তারা জড়িত ছিলেন। পাসপোর্ট অফিসে গিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে না পারলেও বেশ কিছু মামলার আসামি এমন অনেক নেতাকে অনৈতিক সুবিধায় পাসপোর্ট দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।

গত ২২ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রী, উপদেষ্টা ও সংসদ সদস্যদের (এমপি) জন্য বরাদ্দকৃত সব কূটনৈতিক (লাল) পাসপোর্ট বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার।

আরও পড়ুন: সাবেক সিএমএম রেজাউল করিম চৌধুরী সাময়িক বরখাস্ত