সৌদি বাদশাহর ৭৫ টন খেজুর উপহার পেল বাংলাদেশ

Shakil
বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ন, ০৯ মে ২০২৩ | আপডেট: ১২:৪০ অপরাহ্ন, ০৯ মে ২০২৩
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ বাংলাদেশকে ৭৫ টন খেজুর উপহার দিয়েছেন। বাংলাদেশের প্রান্তিক মানুষের মধ্যে এসব খেজুর বিতরণ করা হবে।

ঢাকার সৌদি দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালক শফিকুর রহমানের কাছে মঙ্গলবার (০৯ মে) এই খেজুর হস্তান্তর করেন।

আরও পড়ুন: মজলুম থেকে জালিম হইয়েন না: আসিফ মাহমুদের আহ্বান

অনুষ্ঠানে সৌদি রাষ্ট্রদূত বলেন, বাদশাহ সালমান হিউমেনিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের পক্ষ থেকে এই খেজুর উপহার দেওয়া হলো। বাংলাদেশ সরকারই সিদ্ধান্ত নেবে, কিভাবে এটা বিতরণ করা হবে।

তিনি বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। এই খেজুর উপহারের মধ্যে দিয়ে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে বলে তিনি প্রত্যাশা করেন।

আরও পড়ুন: বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে প্রধান উপদেষ্টার দোয়া কামনা