ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, প্রধানমন্ত্রীর শোক

বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ২:০৮ অপরাহ্ন, ০৩ জুন ২০২৩ | আপডেট: ৪:৪২ অপরাহ্ন, ০৩ জুন ২০২৩
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পূর্ব ভারতের উড়িষ্যার বলেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৮৮ জনের মৃত্যু ও ৯ শতাধিক আহত হওয়ার ঘটনায় দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রী শনিবার এক শোকবার্তায় নিহতদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করার পাশাপাশি শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আরও পড়ুন: চলতি বছরই রোহিঙ্গা ইস্যুতে ৩টি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে

প্রসঙ্গত, ইন্ডিয়ান রেলওয়ে বলছে, করোমানডেল এক্সপ্রেস আর হাওরা সুপারফাস্ট এক্সপ্রেসের মধ্যে এই সংঘর্ষ হয়েছে। শুক্রবার বিকালে যাত্রীবাহী করমণ্ডল এক্সপ্রেস ট্রেনটি কলকাতা থেকে চেন্নাইয়ের উদ্দেশে ছাড়ার পর স্থানীয় সময় সন্ধ্যা প্রায় সাড়ে ৭টার দিকে বালেশ্বরের পাশে বাহানগা বাজারের কাছে অন্য ট্রেনের লাইনচ্যুত বগিতে গিয়ে ধাক্কা দেয়। 

তা ছাড়া অন্য আরেকটি মালবাহী ট্রেনও এ সময় দুর্ঘটনায় পড়ে। অন্য যাত্রীবাহী ট্রেনটি হলো— সুপারফাস্ট এক্সপ্রেস যেটি যশবন্তপুর থেকে হাওড়া যাচ্ছিল। এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ২৮৮ জন নিহত ও  ৯০০ জন আহত হয়েছে।

আরও পড়ুন: পরিবহন সেক্টরের নিরাপত্তা নিশ্চিত করতে হবে : শিমুল বিশ্বাস