শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতের যেকোনো মন্তব্য গুরুত্বহীন: সারজিস আলম

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:০৭ পূর্বাহ্ন, ২১ নভেম্বর ২০২৫ | আপডেট: ৯:০৭ পূর্বাহ্ন, ২১ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত না পাঠালে বাংলাদেশ নিয়ে ভারতের যেকোনো মন্তব্য এনসিপির কাছে কোনো গুরুত্ব বহন করবে না।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে পঞ্চগড়ের আটোয়ারীতে আলোকাখোয়া রাশমেলার উদ্বোধনী পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এ বক্তব্য দেন।

আরও পড়ুন: যারা ধর্ম ও মুক্তিযুদ্ধকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাদের কাছে দেশ নিরাপদ নয় : সালাম আজাদ

সারজিস আলম দাবি করেন, শেখ হাসিনার শাসনামলে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অসংখ্য ঘটনা ঘটেছে। তার মতে, এসব অপরাধের তুলনায় ঘোষিত শাস্তি অনেক কম হলেও রাষ্ট্রের সর্বোচ্চ শাস্তির রায় ইতোমধ্যে দেওয়া হয়েছে—যা এখন কার্যকরের অপেক্ষায়।

তিনি আশা প্রকাশ করেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের আগেই এই রায় কার্যকর হবে। তার ভাষায়, “একজন স্বৈরাচারের শাস্তি আইনগতভাবে কার্যকর হলে দেশ গণতন্ত্রের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে।”

আরও পড়ুন: রাজনৈতিক লেজুড়বৃত্তি থেকে সাংবাদিকদের বেরিয়ে আসার আহ্বান মির্জা ফখরুলের

সরকারের সাম্প্রতিক পদক্ষেপের প্রশংসা করে এনসিপির এই নেতা বলেন, জুলাই ঘটনার বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে রায় দেওয়া সরকারের অঙ্গীকার পূরণের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। পাশাপাশি জুলাই সনদ, গণভোট এবং নোট অব ডিসেন্ট—এসব ক্ষেত্রেও দৃশ্যমান অগ্রগতি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সারজিস আলম বলেন, এখন মূল লক্ষ্য হলো জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন এবং রাষ্ট্রের মৌলিক কাঠামোতে প্রয়োজনীয় সংস্কার এগিয়ে নেওয়া।