প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ন, ০৭ জুন ২০২৩ | আপডেট: ১:০৮ অপরাহ্ন, ০৭ জুন ২০২৩
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বৈঠক করেছেন।

আজ সকাল পৌনে ১১টা থেকে এক ঘণ্টাব্যাপী প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: সেনাবাহিনী প্রধানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অ্যাকাউন্ট নেই: আইএসপিআর

প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক একান্ত সচিব মুকতাদির আজিজ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে পিটার হাস প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসেছিলেন। সে সময় তাঁর সঙ্গে দূতাবাসের একজন কর্মকর্তা ছিলেন। তারা বৈঠক করেছেন। তারা কি আলোচনা করেছেন তা জানি না।

আরও পড়ুন: দুর্নীতির তদন্তে সাবেক গভর্নর ও ডেপুটি গভর্নরদের ব্যাংক হিসাব তলব