মমতার জন্য আম পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী

বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ন, ১২ জুন ২০২৩ | আপডেট: ৬:৩৯ পূর্বাহ্ন, ১২ জুন ২০২৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ছবি- সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ছবি- সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য শুভেচ্ছা উপহার হিসেবে পাঠাচ্ছেন মৌসুমী ফল আম। 

প্রধানমন্ত্রী মমতার জন্য ১ হাজার ২০০ কেজি (২৪০ কার্টুন) আম কলকাতায় পাঠাচ্ছেন।

আরও পড়ুন: পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার

উপহারের আম সোমবার বেলা ১১টায় যশোরের বেনাপোল বন্দর দিয়ে পাঠানো হবে কলকাতায়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব (রাষ্ট্রাচার-২) আবু মুহাম্মদ ফয়সাল বিষয়টি নিশ্চিত করেছেন।

এক চিঠিতে তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সোমবার বেনাপোল বন্দর দিয়ে উপহারের আম যাবে কলকাতায়। 

আরও পড়ুন: বাধ্যতামূলক অবসরে সাতক্ষীরার সাবেক এসপি ও ডিএমপির ৯ ওসি

ভারতে নিযুক্ত কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের রাজনৈতিক চ্যান্সারি প্রধান সিকদার মো. আশরাফুর রহমান উপহারের আমগুলো বেনাপোল বন্দর থেকে গ্রহণ করবেন যা ভারতীয় প্রতিনিধিদের কাছে পরে হস্তান্তর করা হবে।

আবু মুহাম্মদ ফয়সাল আরও জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের যে সোনালী অধ্যায় পার হচ্ছে এ আম উপহার তারই স্মারক। এর পূর্বেও মমতার জন্য আম পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

শুভেচ্ছা উপহারের মাধ্যমে ভারত-বাংলাদেশের মানুষের মধ্যে সম্পর্ক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে।