বৃষ্টির মধ্যেও বাস কাউন্টারে ঘরমুখো মানুষের ভিড়

ঈদের আনন্দ প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করার আনন্দই আলাদা। সাধারণ মানুষ সেই আনন্দলাভ করার জন্য বৃষ্টির মধ্যেও গ্রামের উদ্দেশে রাজধানী ছাড়ছেন। সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি উপেক্ষা করেই ঢাকা ছাড়তে বিভিন্ন বাস টার্মিনালে ভিড় জমাতে শুরু করেছেন ঘরমুখো মানুষ।
মঙ্গলবার (২৭ জুন) সকালে সায়েদাবাদসহ বিভিন্ন বাস টার্মিনালে বাস কাউন্টারগুলোতে দেখা যায়, বৃষ্টির মধ্যেই আসতে শুরু করেছেন যাত্রীরা। কাউন্টার থেকে বাসগুলো সময় অনুযায়ী ছেড়ে যাচ্ছে।
আরও পড়ুন: নুরুল হক নুর ও তার দলের ওপর হামলা, নিন্দায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
অনেক যাত্রী টিকিটের দর কষাকষি করছেন। হাঁক-ডাক ছেড়ে গন্তব্যের নাম উল্লেখ করে ডাকাডাকি করছেন টিকিট বিক্রেতারা। যাত্রীদের অভিযোগ, বাড়তি ভাড়া আদায় করছে বাসগুলো।
নোয়াখালীগামী এক যাত্রী বলেন, আজকে অনেকে বাড়ি ফিরছেন। সেজন্য টার্মিনালে অনেক ভিড়। বাস ভাড়া অন্যান্য দিনের তুলনায় বেশি।
আরও পড়ুন: নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করছে কিছু পক্ষ: সালাহউদ্দিন
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মতে, এই সময়ে এবারের ঈদে ঢাকা থেকে গ্রামের বাড়ি যাবেন প্রায় ৮০ লাখ মানুষ।
সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরি বলেন, ২২ জুন থেকে ঈদযাত্রা শুরু হলেও ২৬-২৭ জুন থেকে প্রতিদিন রাজধানী ছাড়বেন গড়ে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ হারে মানুষ।