সড়কে গাড়ি কম : ভোগান্তিতে সাধারণ মানুষ

Babul khandakar
বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ন, ১২ জুলাই ২০২৩ | আপডেট: ১২:৪৯ অপরাহ্ন, ১২ জুলাই ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে রাজধানীতে সীমিত হারে চলছে গণপরিবহন। ফলে ভোগান্তিতে পড়েছে গণপরিবহনে চলাচলকারী সাধারণ মানুষ। অন্যদিকে রাজধানীর ফুটপাতগুলো দখল করে বসা হকাররাও সকাল থেকে দোকান খুলেনি।

মানুষের ‘ভোটাধিকার’ আদায়ের লক্ষ্যে বুধবার রাজধানীর নয়াপল্টনে সরকার পতনের এক দফার চূড়ান্ত আন্দোলনের ঘোষণা দিতে যাচ্ছে বিএনপি। রাজধানীর ১২টি জায়গা থেকে যুগপৎভাবে একই ঘোষণা দেবে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, এলডিপি, গণ অধিকার পরিষদ, গণফোরাম, এবি পার্টিসহ ৩৭টি রাজনৈতিক দল ও জোট। অন্য দিকে ‘সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে’ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এদিকে এই সমাবেশ ঘিরে দীর্ঘকাল পর ঢাকা শহরের পাড়া-মহল্লায় মাইকিংসহ নানামুখী প্রচারও চালিয়েছে বিএনপি।

আরও পড়ুন: ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

বুধবার রাজধানীর কল্যাণপুর, শ্যামলী, শিশু মেলা, কলেজগেট, আসাদগেটসহ বেশ কিছু বাস পয়েন্ট ঘুরে গাড়ি সংকটে মানুষের ভোগান্তির চিত্র দেখা গেছে।

বাসের অপেক্ষায় মৎস্য ভবনে দাড়িয়ে থাকা রাকিব হাসান বলেন, বিএনপির সমাবেশের কারণে গাড়ি কম চলছে। অনেকক্ষণ চেষ্টা করেও গাড়িতে উঠতে পারছি না। গেটে পর্যন্ত মানুষ ঝুলছে। বিএনপির সমাবেশের কারণে অনেকেই গাড়ি বের করেনি। কখন কী ঝামেলা হয় বলা তো যায় না। এই কারণে গাড়ি কম।

আরও পড়ুন: আনোয়ার হোসেন মঞ্জুকে বিদেশ যেতে দেয়া হয়নি

নছিমন পরিবহনের চালকের সহকারি বলেন, আমিন বাজার থেকে গাড়ি ঢাকার ভেতরে আসতে বাধা দিচ্ছে পুলিশ। আর গাড়ি চালকরা নিজেরাও আসতে চাইছে না। কারণ কখন কী হয়ে যায়! যদি ঝামেলা হয় গাড়িতে আগুন দেয় তখন কী হবে! তাই মালিকপক্ষ গাবতলী থেকেও খুব একটা গাড়ি ছাড়ছে না।

এ বিষয়ে মতিঝিল জোনের এসি (পেট্রোল) আব্দুলাহ আল মামুন বলেন, 'আমরা প্রতিদিন যে দায়িত্ব পালন করি, আজকেও সেই দায়িত্ব পালন করছি। রাষ্ট্রের কর্মচারী হিসেবে দেশের আইন-শৃঙ্খলা রক্ষা করা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আমরা এই কাজটি প্রতিদিনের মতো আজকেও করবো ও সতর্ক থাকবো। কেউ যদি রাষ্ট্রের ক্ষয়ক্ষতি করতে চায়, জানমালের নিরাপত্তা বিঘ্নিত করতে চায়, তাহলে আমরা তাদের প্রতিহত করবো।'

রাস্তার একপাশে যান চলাচল বন্ধের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'যেহেতু আজকে এখানে বিএনপির সমাবেশ রয়েছে, তাই এই রাস্তায় যান চলাচল কিছুটা কম। তাছাড়া তাদের সমাবেশের অনুমতি রয়েছে তাই তাদের পার্টি অফিসের সামনে যান চলাচল বন্ধ করতেই হবে। পরিস্থিতি বুঝে রাস্তার অন্য পাশও বন্ধ করা হবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত একপাশে যান চলাচল সচল রয়েছে।'

এদিকে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে শর্তসাপেক্ষে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিএনপিকে সমাবেশ করার সময় বেঁধে দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ডিএমপির সদরদপ্তর থেকে দেওয়া এক চিঠিতে ২৩টি শর্তসাপেক্ষে সমাবেশ করার এই অনুমতি দেওয়া হয়।