ডেঙ্গু মোকাবিলায় টাস্কফোর্স গঠন ডিএনসিসির, নামছে রাজউকও

MIZANUR RAHMAN
বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ১:২৩ অপরাহ্ন, ২৬ জুলাই ২০২৩ | আপডেট: ৮:৩৬ পূর্বাহ্ন, ২৬ জুলাই ২০২৩
ফটো কোলাজ : বাংলাবাজার পত্রিকা
ফটো কোলাজ : বাংলাবাজার পত্রিকা

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ডেঙ্গু মোকাবিলায় কাউন্সিলরদের আহ্বায়ক করে প্রত্যেক ওয়ার্ডে টাস্কফোর্স কমিটি গঠন করেছে।

মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যায় ডিএনসিসির সচিব মাসুদ আলম ছিদ্দিক স্বাক্ষরিত একটি অফিস আদেশে টাস্কফোর্স কমিটি গঠন করা হয়। বুধবার (২৬ জুলাই) সকালে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান এ তথ্য।

আরও পড়ুন: ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

তিনি জানান, ডিএনসিসির সব ওয়ার্ডে প্রতি শনিবার ও বুধবার ডেঙ্গু মোকাবিলায় কার্যক্রম গ্রহণ করা হবে। এজন্য সাত সদস্য বিশিষ্ট টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়, টাস্কফোর্স কমিটির দায়িত্ব হবে মশার সম্ভাব্য প্রজনন স্থলের তালিকা প্রস্তুত করা, লার্ভা শনাক্ত ও ধ্বংস করা এবং তালিকা প্রস্তুত করা। ডেঙ্গু রোগীর তালিকা প্রস্তুত করা এবং ডেটা এন্ট্রি।

আরও পড়ুন: আনোয়ার হোসেন মঞ্জুকে বিদেশ যেতে দেয়া হয়নি

অপরদিকে, এডিস মশার বিস্তার রোধে মাঠে নামছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ সময় ডেঙ্গু জ্বরের প্রকোপ রোধে নির্মাণাধীন ভবনগুলো পরিদর্শন করবে রাজউক টিম। বুধবার (২৬ জুলাই) রাজউক সূত্রে এই তথ্য জানা গেছে। 

এর আগে রাজউকের পরিচালক (উন্নয়ন, নিয়ন্ত্রণ-১) মোহাম্মদ সামছুল হক এ বিষয়ে কমিটি গঠনের পাশাপাশি এলাকাভেদে টিম করে অফিস আদেশ জারি করেছেন।

রাজউকের আওতাধীন এলাকার প্রতিটি জোনে পাঁচ সদস্যের কমিটি গঠন করে দেওয়া হয়েছে। কমিটিতে সভাপতি করা হয়েছে জোনের পরিচালককে। এ ছাড়া সদস্যসচিব করা হয়েছে জোনের অথোরাইজড অফিসারকে।

কমিটির বাকি সদস্যরা হলেন- সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক এবং ইমারত পরিদর্শক।

রাজউকের সব জোনে আলাদাভাবে এই কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সদস্যদের টিম নিয়ে প্রতিটি জোনে নির্মাণাধীন ভবনগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

রাজউক পরিচালক মোহাম্মদ সামছুল হক জানান, কমিটির সদস্যদের টিম নিয়ে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তাদের আওতাধীন এলাকায় কমপক্ষে ১০টি নির্মাণাধীন ভবন পরিদর্শন করে ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন। পরিদর্শন-পরবর্তী রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ শাখার হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতিবেদন দেওয়া হবে।