ঢাকা দক্ষিণ সিটির ৬ হাজার ৭৫১ কোটি টাকার বাজেট ঘোষণা

Babul khandakar
বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ন, ৩১ জুলাই ২০২৩ | আপডেট: ১:৩৪ অপরাহ্ন, ৩১ জুলাই ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

 ২০২৩-২৪ অর্থবছরের জন্য বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এই অর্থবছরে ছয় হাজার ৭৫১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (৩১ জুলাই) নগর ভবনে মেয়র হানিফ অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষণা করেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মেয়র পদে দায়িত্ব নেওয়ার পর থেকে গত তিন অর্থবছরের বাজেট ঘোষণা করেছেন মেয়র তাপস। দায়িত্ব নেওয়ার পর এটি তার চতুর্থ বাজেট ঘোষণা।এর আগে, ১৩ জুলাই ডিএসসিসির দ্বিতীয় পরিষদের একবিংশতম করপোরেশন সভায় সর্বসম্মতভাবে এই বাজেট অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত এক হাজার ৯৯৭ কোটি ৭৫ লাখ টাকার বাজেটও অনুমোদন দেওয়া হয়।

আরও পড়ুন: ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

ঘোষিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে আয় অংশের প্রারম্ভিক স্থিতি ধরা হয়েছে ৭২৮ কোটি ১৪ লাখ টাকা, রাজস্ব আয় ১ হাজার ৩৯৬ কোটি ৮৫ লাখ, অন্যান্য আয় ১০২ কোটি ৭৫ লাখ এবং মোট সরকারি ও বৈদেশিক উৎস থেকে আয় ধরা হয়েছে ৪ হাজার ৫২৩ কোটি ৮২ লাখ টাকা।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর, করপোরেশনের বিভাগীয় প্রধান এবং আঞ্চলিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: আনোয়ার হোসেন মঞ্জুকে বিদেশ যেতে দেয়া হয়নি

মশা মারতে ৪২ কোটি টাকা ব্যয় করবে ডিএসসিসি: 

মশা নিধনে এবার প্রায় ৪২ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ রেখেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। নিধন কার্যক্রমে কীটনাশক, পরিচালনা, যন্ত্রপাতি কেনা, ডেঙ্গু মোকাবিলা, পরিচ্ছন্নতা কার্যক্রমে এ অর্থ ব্যয় করা হবে।

সোমবার (৩১ জুলাই) নগর ভবনে মেয়র হানিফ অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট ঘোষণা করেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এ সময় বাজেটের পরিচালন ব্যয় উল্লেখ করার সময় মশা নিধনের জন্য এ ব্যয়ের কথা জানান তিনি।

ঢাকা দক্ষিণ সিটির গত ২০২২-২৩ অর্থবছরের বাজেটে মশক নিয়ন্ত্রণ বাবদ মোট ৩১ কোটি ৭ লাখ টাকা ব্যয় করে। গত অর্থবছরের তুলনায় এবারের বরাদ্দ ১১ কোটি ১৮ লাখ টাকা বেশি।

বাজেট বক্তৃতায় মশা নিধন কার্যক্রম নিয়ে মেয়র বলেন, ঢাকাবাসীর জীবনযাত্রায় মশক বিশেষত এডিস মশার বিস্তার অন্যতম এক প্রতিবন্ধকতা। তাই, দায়িত্বভার গ্রহণের পর মশক নিয়ন্ত্রণ কার্যক্রম ও ব্যবস্থাপনায় আমরা আমূল পরিবর্তন এনেছি। শুরু করা হয়েছে বছরব্যাপী সমন্বিত মশক নিয়ন্ত্রণ কার্যক্রম। নতুন এই কার্যক্রমের আওতায় পর্যাপ্ত লোকবল নিয়োগ, মানসম্পন্ন কীটনাশক ও প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয় ও মাঠ পর্যায়ে সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।

তিনি বলেন, ডেঙ্গু রোগ প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসে আমরা ওয়ার্ডে ওয়ার্ডে বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করে চলেছি। কর্পোরেশনের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মন্দির-থানা ও প্রায় সকল গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম ও চিরুনি অভিযান পরিচালনা করা হয়েছে।

ফজলে নূর তাপস বলেন, আমি ঢাকাবাসীকে বিনীতভাবে নিবেদন করছি, কোথাও যদি এডিস মশার লার্ভা থাকে কিংবা পানি জমে থাকায় লার্ভা সৃষ্টির আশঙ্কা দেখা দেয়, দয়া করে আমাদের নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর যায় ০১৭০৯৯০০৮৮৮ এ কল দিয়ে এডিস মশার প্রজননস্থল বা লার্ভা সম্পর্কিত তথ্য দিন। অথবা আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জারেও বার্তা দিতে পারেন। আপনার তথ্যের ভিত্তিতে ১৫ মিনিটের মধ্যে আমাদের মশককর্মী উল্লেখিত স্থানে পৌঁছে যাবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।