ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে প্রধানমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মরণোত্তর ডিগ্রি প্রদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন শুরু হয়েছে। আজ রবিবার সকাল ১১ টা ১০ মিনিটে বিশেষ সমাবর্তনের উদ্বোধন করেন সমাবর্তন সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এদিন বেলা এগারোটায় সমাবর্তন বক্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবর্তনে এসে উপস্থিত হন। এরপর তিনি সমাবর্তন শোভাযাত্রার সঙ্গে সমাবর্তনের মূল মঞ্চে ওঠেন।
আরও পড়ুন: সিও ক্লোজড, বাবুর্চি সুইপারসহ কক্সবাজার র্যাবে গণবদলি
এরপর পরই জাতীয় সংগীত গাওয়া হয়।
জাতীয় সংগীতের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার সমাবর্তন সঞ্চাচলা শুরু করেন। ১১.১০ মিনিটে সমাবর্তন উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। উদ্বোধনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আরও পড়ুন: আমিরাতে বন্দি বাকি ২৪ বাংলাদেশি অচিরেই মুক্তি পাচ্ছেন
নীরবতা পালনের পর পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ করা হয়।
এবারের সমাবর্তনে সাধারণ সমাবর্তনের মতো বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের ডিগ্রি ও সম্মাননা প্রদান করা হবে না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে Doctor of Laws (Honoris Causa) (মরণোত্তর) ডিগ্রি প্রদান করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিশেষ সমাবর্তন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।





