তৃতীয় দফায় অবরোধ: গাবতলী থেকে ছাড়ছে না দূরপাল্লার বাস
সরকারের পদত্যাগের একদফা দাবি আদায়ে তৃতীয় দফায় দেশব্যাপী ২ দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি, জামায়াতে ইসলামী ও কয়েকটি বিরোধী দল।
বিএনপির এই যুগপৎ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতান্ত্রিক বাম ঐক্য, এলডিপি, লেবার পার্টিসহ সমমনা দলগুলোও পৃথকভাবে এই ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা দেয়।
আরও পড়ুন: আমিরাতে বন্দি বাকি ২৪ বাংলাদেশি অচিরেই মুক্তি পাচ্ছেন
বুধবার (৮ নভেম্বর) ভোর ৬টা থেকে শুরু হওয়া এ অবরোধের প্রথম দিন সকালে ফাঁকা দেখা গেছে রাজধানীল গাবতলী বাস টার্মিনাল। গুরুত্বপূর্ণ এ টার্মিনালে সকালে লোকজনের তেমন একটা আনাগোনা নেই।
গাবতলী টার্মিনাল ঘুরে দেখা যায়, ফাঁকা রয়েছে গাবতলী বাস টার্মিনাল। নেই লোকজনের চলাচল। ছেড়ে যাচ্ছে না দূরপাল্লার কোনো বাস, অধিকাংশ কাউন্টারও বন্ধ। যাত্রী যদিও দু-একজন আসছেন, কিন্তু বাস না ছাড়ায় তারাও পড়েছেন বিপাকে।
আরও পড়ুন: ‘গোয়েন্দা টিম গঠন করেন, লোক সাপ্লাই দেব’ ওসিকে জামায়াতের প্রার্থীর মন্তব্যে বিতর্ক
কাউন্টারের দায়িত্বে থাকা একজন জানান, অবরোধে যাত্রীর সংখ্যা কমে যায় ও ঝুঁকি বিবেচনায় মালিকরা গাড়ি ছাড়তে চায় না।
মাগুরাগামী জেআর পরিবহণের কাউন্টার ম্যানেজার জানান, অবরোধের কারণে যাত্রীও নেই, ফলে বাসও ছাড়া হয় না।
টার্মিনালে এক যাত্রী বলেন, কাউন্টারে যোগাযোগ করলাম। তারা বলল, দু-একজন যাত্রী নিয়ে বাস নাকি ছাড়বে না। এখন আমার যাওয়াটা জরুরি। দেখি কী করা যায়।
সরকারের পদত্যাগের একদফা দাবি আদায়ে বিএনপির তৃতীয় দফায় দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলছে। আজ ভোর ৬টায় শুরু হওয়া এ কর্মসূচি চলবে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত।





