স্থায়ী দোকানে টিসিবির পণ্য বিক্রি শুরু জুলাইয়ে

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ন, ০৭ মে ২০২৪ | আপডেট: ১০:৪৪ পূর্বাহ্ন, ০৭ মে ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আগামী জুলাই মাস থেকে ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশের (টিসিবি) কার্ডধারীদের জন্য সারা দেশে নিত্যপণ্য বিক্রি করা হবে স্থায়ী দোকানের মাধ্যমে। একইসাথে এই স্থায়ী দোকানগুলোতে ধাপে ধাপে পণ্যের সংখ্যাও বাড়ানো হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

মঙ্গলবার (৭ মে) রাজধানীর বারিধারা পার্কে আয়োজিত এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে মে মাসের টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

আরও পড়ুন: আওয়ামী লীগ আমলে ব্যাংক খাতে ব্যাপক লুটপাট ও অর্থপাচার: অর্থ উপদেষ্টা

তিনি বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী সিদ্ধান্তের কারণে পবিত্র রমজান মাসে সারাদেশে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক ছিল, পণ্যের দাম বাড়েনি। এই ধারাবাহিকতা বজায় রেখে দেশে নিত্যপণ্যের সরবরাহ বাড়িয়ে পণ্যের মূল্য স্থিতিশীল রাখার কাজ করে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। এ লক্ষ্যে টিসিবির কার্যক্রমকে আরও গতিশীল করার চেষ্টা চলছে। টিসিবির পণ্য সরবরাহে যেন ঘাটতি না হয়, সেজন্য বিশ্ববাজারে যখন দাম কম থাকে তখন পণ্য আমদানির মাধ্যমে অন্তত ২-৩ মাসের ‘বাফার স্টক’ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

পেঁয়াজের সরবরাহ নিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, দেশে পেঁয়াজের কোনো ঘাটতি নেই। দামও স্থিতিশীল অবস্থায় আছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি অবৈধ মজুদদার ও বাজারে সংকট সৃষ্টিকারী মুনাফালোভীদের বিরুদ্ধেও বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখার কথা জানান তিনি।

আরও পড়ুন: সরকারকে এক মাস সময় দিলেন এমপিওভুক্ত শিক্ষকরা

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। আরও টিসিবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার আরিফুল হাসান, স্থানীয় সংসদ সদস্য ওয়াকিল উদ্দিন।